বাংলাদেশের বিপদের কারণ হতে পারেন কাদরি

ছবি: হামিদুল্লাহ কাদরি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরকে সামনে রেখে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে ১৮ সদস্যের ঘোষিত এই দলে ডাক পেয়েছেন তরুণ অফ স্পিনার হামিদুল্লাহ কাদরি।
মূলত উপমহাদেশর স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই ডাকা হয়েছে ১৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। তবে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলাটা তাঁর জন্য নতুন নয়, এর আগে গত গ্রীষ্মে ওয়ানডে কাপে ভারত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।

এর পূর্বে জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচিত করা হয়েছিল তাঁকে। ২০১৭ সালে ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে অফ স্পিনার কাদরির। এখন পর্যন্ত সাতটি ম্যাচে ১৮ টি উইকেট শিকার করেছেন তিনি।
এর মধ্যে একটি ম্যাচে ৬৭ রানে ছয় উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়া বোলিং ফিগারে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। সেই থেকেই সবার নজরে পড়েন কাদরি। তাই বলাই যায় বাংলাদেশ দলেরও সতর্ক চোখ থাকবে এই কাদরির উপর।
শুধু তাই নয় বাংলাদেশের এই সফরকে ঘিরে বেশ আটঘাট বেঁধেই নামতে যাচ্ছে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। সফরে আসার আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাজ্যে একটি প্রস্তুতি ক্যাম্প করবে তারা। এরপর সেখান থেকে উড়াল দিবে ভারতের ব্যাঙ্গালুরুতে যেখানে ২০ দিনের প্রস্তুতি সেরে বাংলাদেশের বিমান ধরবে ইংলিশরা।
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ স্কোয়াড-
কাসি অলড্রিজ, জর্জ বল্ডারসন, বেন চার্লসওর্থ, জর্ডান কক্স, টম ডেভিস, অ্যাডাম ফিঞ্চ, লুইস গোল্ডসওর্থি, জ্যাক হেনেস, জর্জ হিল, লুক হলমান, নিক কিম্বার, টম ল্যামনবি, ডমিনিক লিচ, জ্যাক মরলি, ড্যান মৌসলি, হামিদুল্লাহ কাদরি, উইল স্মিড, জেমি স্মিথ।