promotional_ad

ওয়ানডে সিরিজে ১৩ জনের দল?

বাংলাদেশ দল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে জাতীয় ক্রিকেট লিগের খেলা চলায়, ১৩ জনকে রেখে দুজনকে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ করে দিতে চান নির্বাচকরা।


"আমরা ওয়ানডে শুরু হলে ১৩ জন কে রেখে ২ জনকে ছেড়ে দেয়ার চিন্তা ভাবনাও করেছি। এটা কোচ আসলে ওর সাথে বসে আমরা ঠিক করব। এই মুহূর্তে আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটের যেন অসুবিধা না হয়, প্লেয়াররাও যেন বেশি ম্যাচ খেলতে পারে, সেই চিন্তা মাথায় রেখেছি।"


promotional_ad

জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর যেন অসুবিধা না হয় সেকথা ভেবেই এমন চিন্তা করছে বিসিবি। ফলে বোঝা যাচ্ছে এনসিলে মাঠ মাতানো বেশ কয়েজন ক্রিকেটার আসন্ন সিরিজে সুযোগ পেতে যাচ্ছেন।


"যেহেতু আমাদের এখন প্রথম শ্রেণীর ম্যাচ চলছে, এখানে সব প্লেয়ারের অংশগ্রহন রয়েছে, বিভিন্ন দলের সাথে। এই জন্যই আমরা স্কোয়াডটা সাথে সাথে দিয়ে দিচ্ছি যাতে অন্য দলের কোন সমস্যা না হয়।"


আগামী ১৬ অক্টোবর তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৫ অক্টোবর। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।


সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে—২৪ ও ২৬ অক্টোবর। ৩ নভেম্বর থেকে প্রথম টেস্ট সিলেটে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball