promotional_ad

বিলাল-আব্বাসের তান্ডবের পর এলোমেলো পাকিস্তান

মোহাম্মদ আব্বাদ ও উসমান খাজা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দুবাই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের তান্ডবে উড়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করে দিন শেষ করেছে তারা।


পাকিস্তান এখন এগিয়ে আছে ৩২৫ রানে। ২৩ রান করে অপরাজিত আছেন ওপেনার ইমাম উল হক। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন ইমাম ও হাফিজ। পাক ওপেনার হাফিজ ১৭ রান করে হল্যান্ডের শিকার হন।


এরপর বিলাল আসিফ রান তোলার আগেই আউট হয়েছেন। আর আজহার আলী ৪ রান করে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে তোলে ১৪২ রান।


promotional_ad

৬২ রান করে অভিষিক্ত ফিঞ্চের বিদায়ের পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। আরেক ওপেনার খাজা ফিরেছেন ৮৫ রান করে। ওপেনিং জুটির বিদায়ের পর ৬০ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে সবগুলো উইকেট।


মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির পরই জ্বলে ওঠেন পাকিস্তানের দুই বোলার অফ স্পিনার বিলাল আসিফ ও পেসার মোহাম্মাদ আব্বাস। দুজনে ভাগাভাগি করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ১০টি উইকেট।


অভিষিক্ত ডান হাতি অফস্পিনার বিলাল আসিফ অভিষেকটাকে স্মরণীয় করে রেখেছেন। ২১.৩ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান খরচ করে তুলে নিয়েছেন ৬টি উইকেট। পেসার আব্বাস নিয়েছেন ২৯ রানে ৪ উইকেট।


স্কোরকার্ডঃ


পাকিস্তান ১ম ইনিংসঃ ৪৮২


অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ২০২


পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৪৫/৩



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball