promotional_ad

জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের একাংশ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জোড়া সেঞ্চুরি দুবাই টেস্টে চালকের আসনে বসিয়েছে পাকিস্তানকে। মোহাম্মদ হাফিজের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন হারিস সোহেল। আর তাতেই প্রথম ইনিংসে পাকিস্তানের পুঁজি ৪৮২ রানের।


জবাবে ব্যাট করতে নেমে ৩০ রান সংগ্রহ করে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। অভিষিক্ত ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩ ও উসমান খাজা ১৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।


promotional_ad

প্রথম দিন পাকিস্তানি ব্যাটসম্যানদের সামনে দাঁড়াতেই পারেনি অজি বোলাররা। দ্বিতীয় দিনে পরিকল্পিত বোলিংয়ে পাকিস্তানের রানটাকে নাগালের বাইরে যেতে দেননি অস্ট্রেলিয়ার বোলাররা।


দ্বিতীয় দিনের শুরুতে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা মোহাম্মদ আব্বাস সাজঘরে ফেরেন ১ রান করে। এরপর পঞ্চম উইকেটে ১৫০ রানের বড় জুটি গড়েন হারিস সোহেল আর আসাদ শফিক।


সেঞ্চুরির সম্ভাবনা ছিল আসাদ শফিকের। তবে দারুণ খেলতে থাকা এই ব্যাটসম্যান লাবোসচাগনির বলে খোঁচা দিয়ে বসেন এই ব্যাটসম্যান, ৮০ রানে সাজঘরে ফিরেছেন। শফিক ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন হারিস সোহেল।


২৪০ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১০ রান করে নাথান লায়নের বলে পেইনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। হারিস ফিরে যাওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে পাকিস্তানের ইনিংস থামে ৪৮২ রানে।


৫৮ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার পিটার সিডল। ২টি উইকেট শিকার করেছেন নাথান লায়ন। ১ টি করে উইকেট গেছে স্টার্ক, হল্যান্ড ও লাবোসচাগনির ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball