promotional_ad

পাকিস্তানকে পথ দেখালেন 'উপেক্ষিত' হাফিজ

দলে ফিরেই বাজিমাত হাফিজের
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দলে সুযোগ পেলেন অনেকটা হুট করেই। পাকিস্তানের অনভিজ্ঞ টপ অর্ডারের কথা মাথায় রেখে হঠাৎ তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দুবাইয়ে। আর তাতেই বাজিমাত করলেন মোহাম্মদ হাফিজ। দীর্ঘ দুই বছর পর টেস্ট দলে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁকালেন নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।


তাঁর সেঞ্চুরিতে দুবাই টেস্টের প্রথম দিনশেষে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। অজিদের বিপক্ষে দিনশেষে তাঁদের সংগ্রহ তিন উইকেটে ২৫৫ রান। উইকেটে আছেন হারিশ সোহেল (১৫*) এবং মোহাম্মদ আব্বাস (১*)।


টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান শুরু থেকেই দেখেশুনে খেলে। হাফিজের অপর সঙ্গী ছিলেন ইমাম উল হক। উদ্বোধনী জুটিতেই দুজনে তোলেন ২০৫ রান।


promotional_ad

সাতটি চার ও দুটি ছক্কায় ৭৬ রান করে আউট হন ইমাম। দলীয় ২২২ রানে ফিরে যান হাফিজ। পিটার সিডলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তিনি করেন ১৫ টি চারে ১২৬ রান। 


অজিদের হয়ে ইমামের উইকেটটি নিয়েছেন স্পিনার ন্যাথান লিওন। শেষদিকে ১৮ রান করা আজহার আলীকে ফিরিয়েছেন জন হল্যান্ড।


উল্লেখ্য, ২০১৬ সালের আগস্ট মাসে নিজের ৫০তম টেস্ট ম্যাচ খেলার পর আর এই ফরম্যাটে দেখা যায়নি ৩৭ বছর বয়সী হাফিজকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পরও তাকে সুযোগ দেয়া হয়নি এমন অভিযোগ তিনি বহুবার অকপটে প্রকাশ করেছেন সংবাদমাধ্যমে। 


সদ্য শেষ হওয়া এশিয়াকাপেও নির্বাচকদের কাছে উপেক্ষিত হয়েছেন তিনি। এছাড়া গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছিলেন হাফিজ। 


কিন্তু এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে তাঁর নাম থাকলেও কোন ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এরপরে পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় 'এ' ক্যাটাগরি থেকে 'বি' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয় তাঁকে।


তবে নিজেকে প্রমাণ করার আরও একটি মোক্ষম সুযোগ পেয়ে পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর তার শুরুটাও করলেন দারুণ। হাফিজ যেন বাংলায় প্রচলিত একটা অনুবাদই মনে করিয়ে দিলেন, 'পুরনো চাল ভাত বাড়ে'!


প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২৫৫/৩ (৯০ ওভার)
(হাফিজ ১২৬, ইমাম ৭৬; সিডল ১/২৩, লিওন ১/৬৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball