promotional_ad

চেয়েও ভালো ভেন্যু পায়নি সালমা-রুমানারা!

বাংলাদেশ নারী দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কক্সবাজার স্টেডিয়ামে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। মাঠটিকেও কোনো ভাবে খেলার উপযোগী নয়। এখানেই অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।


এরই মধ্যে বোমা ফাটিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানিয়েছেন বিসিবির কাছে ভালো মানের ভেন্যু চেয়েও পাননি তারা। তাই বাধ্য হয়েই নারী দলকে খেলতে হচ্ছে কক্সবাজার স্টেডিয়ামে।


promotional_ad

'নারী উইংস থেকে আমরা চেষ্টা করেছি এবং কথা বলেছি। আমাদের চাওয়া ছিল আরো ভালো একটা মাঠ যেখানে আরো বেশি সুযোগ সুবিধা থাকবে। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো।'


দিন তিনেক আগে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে কক্সবাজারের শেখ কামাল একাডেমির মাঠে পণ্ড হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। আরেকটি ম্যাচ হয়েছে কার্টেল ওভারে। নারী উইয়ের চেয়েরম্যান মনে করেন বৃষ্টি না হলে এনিয়ে কোনো আপত্তি থাকত না।


'ভারী বর্ষণের কারণে একটি খেলা বলতে গেলে হয়ই নি এবং দ্বিতীয় দিন যে খেলাটা হল সেটাও কিন্তু আংশিক। এই জন্য আমাদের যে মূল লক্ষ্য ছিল সেই জায়গা থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে পড়েছি। এখানে তো আসলে আমাদের কিছু করার ছিল না। বৃষ্টি যদি না হত তাহলে হয়তো কোন ধরণের আপত্তি এই জায়গা নিয়ে থাকতো না।'


এই মাঠে খেলে পাকিস্তান নারী ক্রিকেট দলও সন্তুষ্ট নয়। ভেতরে ভেতরে সালমার দল থেকে শুরু করে ম্যাচ অফিসিয়ালরাও নাখোশ। এমন অবস্থায় ভবিষ্যতে ভালো ভেন্যুতে নারীদের সিরিজ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball