promotional_ad

পরিত্যক্ত হল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ ও পাকিস্তান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


মঙ্গলবার শুরু হতে যাওয়া পাকিস্তান নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মূলত মাঠ ভেজা থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা দুইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের অবস্থা বিবেচনা করে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেছিলেন দুই দল সহ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা সকলে। কিন্তু মাঠের তেমন কোন উন্নতি না দেখা যাওয়ায় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়ার সহ ম্যাচ রেফারি।


আগামীকাল (বুধবার) সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান নারী দল। কক্সবাজারে এই মাঠেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৫ই এবং ৬ই অক্টোবর সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।


promotional_ad

পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে আগামী ৮ই অক্টোবর মুখোমুখি হবে সালমা-জাহানারারা। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশ্যে গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় পা রেখেছিল পাকিস্তানের মেয়েরা।


সিরিজ শেষে তাঁরা আগামী ১০ অক্টোবর বাংলাদেশ ছাড়বে। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই মূলত এই সিরিজটি আয়োজন করা হয়েছে। এবারের বিশ্বকাপ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হওয়ায় কক্সবাজারে পাকিস্তান সিরিজের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করেছে বিসিবি।


বাংলাদেশ স্কোয়াডঃ


রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রীতু মনি, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।


পাকিস্তান স্কোয়াডঃ


জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball