promotional_ad

জিম্বাবুয়ে সিরিজে সাকিব তামিমকে পাচ্ছে না দল

সাকিব ও তামিম, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


আসন্ন জিম্বাবুয়ে সিরিজে যে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ দল সেটি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 


যদিও সিনিয়র দুই ক্রিকেটারকে ছাড়াও ভাল করবে দল বলে আশাবাদী তিনি। কেননা এশিয়া কাপে দারুণ পারফর্মেন্স দেখিয়ে আসার পর বর্তমানে অন্যান্য ক্রিকেটারদের মধ্যেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এইচপি দলের ক্রিকেটাররাও এখন তৈরি আছে বিধায় খুব বেশি সমস্যা হবে না, বিশ্বাস নান্নুর। তিনি বলেছেন,  


promotional_ad

'তামিমের যে ইনজুরি তা ভালো হতে ৫-৬ সপ্তাহ লাগবে। সেই হিসাবে তামিমকে ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজে হয়তো পাবো না এবং সাকিবের খেলাও অনিশ্চিত। তো এই দুই জনকে ছাড়াই কিন্তু জিম্বাবুয়ে সিরিজ খেলতে হবে।  তো খেলোয়াড়রা কিন্তু এখন অনেক আত্মবিশ্বাসী। জুনিয়ররা ও আমাদের এইচপিতে যারা আছে তারা সবাই কিন্তু রেডি। সুতরাং যাকে যেখানে দরকার হবে রিপ্লেস করা হবে।'


তবে এই সিরিজটি যে কঠিন হবে বাংলাদেশের জন্য সেটিও মানছেন নান্নু। কেননা দীর্ঘ খেলার মধ্যে থাকার কারণে যথেষ্টই ক্লান্ত এখন বাংলাদেশ দলের সদস্যেরা। তার ওপরে টেস্ট সিরিজের ধকল অপেক্ষা করছে তাঁদের সামনে। অবশ্য এরপরেও আত্মবিশ্বাসী নান্নু বলছেন,   


'আমি মনে করি এই সিরিজ খুব কঠিন হবে। যেহেতু অনেক গুলো টেস্ট খেলতে হবে ওয়ানডে সিরিজেও আছে। তো আমি আত্মবিশ্বাসী যে যেভাবে ধারাবাহিক ভাবে খেলে আসছি ইনশাল্লাহ ভালো কিছু হবে।' 


উল্লেখ্য অক্টোবরের ২১ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ এবং ২৬শে অক্টোবর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ৩রা নভেম্বর থেকে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball