প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে

ছবি: জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দল

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ আট বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে খেলতে নামছে জিম্বাবুয়ে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় ডায়মন্ড ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
ইনজুরি আর বিশ্রামে প্রোটিয়া দলের নিয়মিত অনেক মুখকেই দেখা যাবেনা এই সিরিজে। তাই অনেকটা খর্ব শক্তির দল নিয়েই জিম্বাবুয়ের মোকাবেলা করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর এই সুযোগে বাংলাদেশ সফরে আসার আগে যতটা পারা যায় আত্মবিশ্বাসের রশদ খুঁজে নিতে নিতে চাইবে হ্যামিলটন মাসাকাদজার দল।
২০১৯ বিশ্বকাপের আগে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষে তারা এখন থেকেই দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন। ফাফ ডু প্লেসিস এবং হাশিম আমলা ইনজুরিতে রয়েছেন ,বিশ্রামে রাখা হয়েছে কুইন্টন ডি কক এবং ডেভিড মিলারকে।

তুlলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তাই অন্য ব্যাটসম্যানদের বাজিয়ে দেখতে চাইছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে বহুদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডেইল স্টেইন। তাই বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেকে প্রমাণ করার একটা ভালো সুযোগ পাচ্ছেন এই প্রোটিয়া পেস সেনসেশন।
অন্যদিকে জিম্বাবুয়ে দলে ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, ক্রেগ আর্ভিনদের মত প্লেয়ারদের উপস্থিতি দলের শক্তি বৃদ্ধি করলেও ইনজুরিকে পড়া লেগ স্পিনার গ্রাইন কিমার ও নিষিদ্ধ সিকান্দার রাজার অনুপস্থিতি দলকে ভোগাতে পারে।
বোর্ডের অনাপত্তি পত্র না নিয়ে কাউন্টিতে খেলতে যাওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ হয় তার উপর। তবে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে মাঠে ফেরার কথা তার।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, সলোমন মির, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই চাতারা, চেফাস ঝুওয়াও।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ ফাফ ্ডু প্লেসিস, হাশিম আমলা, জেপি ডুমিনি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ক্রিস্টিয়ান ইয়ঙ্কার, কেশভ মহারাজ, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ভিয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, খায়া ঝন্ডো।