টাইগারদের নতুন ওপেনার মিরাজ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
বাংলাদেশঃ ৮/০, ২ ওভার ( লিটন ৩, মিরাজ ৫ )
এশিয়া কাপে নিজেদের তৃতীয় ফাইনালে দুবাইয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। মমিনুল হকের পরিবর্তে বাড়তি স্পিনার নাজমুল ইসলাম অপুকে নিয়ে মাঠে নেমেছে মাশরাফি বাহিনী।
রোহিতের আমন্ত্রণে ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। নতুন উদ্বোধনী জুটি নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। লিটন দাসের সঙ্গে ব্যাট করতে নেমেছেন তরুন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ভারত একাদশ-
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যুবেন্দ্র চহল, জাস্প্রিত বুমরাহ