পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বড় দলঃ ধাওয়ান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেকেরই ধারনা ছিল চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান মোট তিন বার খেলবে। কিন্তু বুধবার পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে ভারত-পাকিস্তান যে ফাইনালে খেলবে মানুষের এই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ দল। ভারতের সহ-অধিনায়ক শেখর ধাওয়ানও বললেন একই কথা।
চলমান টুর্নামেন্টে সব দল প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ, আর কাগজে-কলমে পাকিস্তান ভালো হলেও ধাওয়ানের চোখে মাঠের পারফর্মেন্সে বাংলাদেশ চলতি টুর্নামেন্টের বড় দল। যেকারণে ফাইনালে টাইগারদের হালকা ভাবে নিতে নারাজ তাঁরা।

সেই সঙ্গে পুরো এশিয়া কাপে এখন পর্যন্ত কোন ম্যাচে হারের মুখ না দেখা টিম ইন্ডিয়া এই ধারাবাহিকতা ফাইনালেও ধরে রাখতে চায় বলেও জানান এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তাঁরা।
'মমেন্টাম ধরে রেখেই ফাইনালে মাঠে নামব আমরা। নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা থাকবে সবার। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমি আগেও বলেছি এই টুর্নামেন্টে সবদলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
সবাই ধরেই নিয়েছিল ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে। কিন্তু বাংলাদেশ দারুণ একটা ম্যাচ জিতেই ফাইনালে এসেছে। আমরা বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখি না। অবশ্যই পাকিস্তান বড় এবং ভাল দল।
কিন্তু কাগজে কলমে ভাল দল আর মাঠে পারফর্ম করা দলের মধ্যে পার্থক্য থাকে। মাঠে কে ভালো করছে সেটা আপনাকে দেখতে হবে, তাকেই বড় দল মানতে হবে। বাংলাদেশ মাঠে নিজেদের প্রমান করেই ফাইনালে এসেছে। তাই কাগজে-কলমে লিখে রাখা দলকে কখনো বড় করে দেখলে হবেনা। আমিও এভাবেই দেখি।'
শুক্রবার এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।