promotional_ad

ফাইনালের যোগ্য দল বাংলাদেশঃ সাইমন ডুল

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যোগ্য দল হিসেবেই চলমান এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের পর এমনই মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল। 


তাঁর মতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। ডুল আরও মনে করেন এই ম্যাচে জয় পাওয়ার জন্য স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। শুধু তাই নয়,পাশাপাশি অধিনায়ক মাশরাফির চতুরতারও ভূয়সী প্রশংসা করেন তিনি।  


promotional_ad

এশিয়া কাপ শুরুর আগে টুর্নামেন্টের ফেভারিট দল ছিল পাকিস্তান। সাবেক এই কিউই ক্রিকেটার ধরে নিয়েছিলেন যে, পাকিস্তান এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়বে। কিন্তু বাংলাদেশ দল সেটা তাদেরকে করতে দেয়নি বলেও জানান তিনি,


'অনেক কারণেই পাকিস্তান এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে শুরু করেছিল। কিন্তু তারা শুধু হংকং ও আফগানিস্তানকে হারিয়েছে, তাও শেষ ওভারের ম্যাচে। সুতরাং তাদের এশিয়া কাপ খুবই গড়পড়তা ছিল। কিন্তু আমরা মনে করেছিলাম সত্যিকারের পাকিস্তান দল তাদের উপস্থিতি জানান দিবে, বাংলাদেশ সেটা হতে দেয়নি।'


ডুল আরও বলেন, 'সত্যি বলতে, বাংলাদেশ ঠিক দল খেলিয়েছে। রান তুলেছে স্কোরবোর্ডে, বোলিং ভাল করেছে। অধিনায়ক দারুন ফিল্ডিং সাজিয়েছে। বলা চলে, তাঁরা ফাইনালে জায়গা করে নেয়া যোগ্য দল।'


উল্লেখ্য বুধবার পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয় বারের মত এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুক্রবার নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball