আমরা একেবারেই ভাল খেলিনিঃ সরফরাজ

ছবি: শেষ পর্যন্ত আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে পারেনি পাকিস্তান

|| ডেস্ক রিপোর্ট ||
'আমরা অবশ্যই ভাল বোধ করছি না। আমরা দল হিসেবে একেবারেই ভাল করিনি। আমাদের পারফর্মেন্স অনেক বেশি বাজে ছিল। একজন খেলোয়াড় হিসেবে আমি নিজেও অনেক খারাপ খেলেছি । আমার আরও ভাল করা দরকার ছিল।'
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল শেষে রমিজ রাজার সামনে এমন বিষণ্ণ ভাবেই কথা বলছিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশের বিপক্ষে হারের পর দারুণ হতাশ হয়ে পড়েন তিনি।

সরফরাজের মতে, ভাল দলকে ভাল ক্রিকেট খেলেই হারাতে হবে। আর এখানেই দারুণ ব্যর্থ পাকিস্তান দল। মূলত নিজের এবং দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পারফর্মেন্সে হতাশ পাকিস্তানের অধিনায়ক।
নতুনদের মধ্যে শাহিনশাহ আফ্রিদির প্রশংসা করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৪৭ রান খরচায় দুইটি উইকেট নিয়েছেন আফ্রিদি। ম্যাচ শেষে সরফরাজ খান আরও জানান,
'আমরা ম্যাচের প্রত্যেকটি ক্ষেত্রে (আসর বিবেচনায়) খারাপ করেছি। এই টুর্নামেন্টে আমাদের অনেক ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে। ফখর আমাদের প্রধান ব্যাটসম্যান, সে এই টুর্নামেন্টে পারফর্ম করতে ব্যর্থ হয়েছে এবং সাদাবও ইনজুরি আক্রান্ত।
'ভাল দলগুলোকে হারানোর জন্য আমাদের ভাল খেলতে হবে। এই টুর্নামেন্টে আমাদের পরাজয়ের মূল কারণ ছিল ব্যাটিং। শাহিনশাহ আফ্রিদি একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার, আমরা তাঁকে সুযোগ দিয়েছি তাঁর প্রতিভা প্রদর্শনের এবং ভাল খেলেছে।'