promotional_ad

'অলরাউন্ডার' সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ

সাকিব আল হাসান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে এখন পর্যস্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে সাকিব আল হাসান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই আক্ষেপ ঘুচাতে আরও একবার সুযোগ পাচ্ছেন তিনি। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন এই তারকা অলরাউন্ডার।


কেননা পাকিস্তানের বিপক্ষে সাকিবের অতীত পারফর্মেন্স দুর্দান্ত। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানিদের বিপক্ষে ১৪ ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে প্রায় ৪১ গড়ে ৪৮৯ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২১ টি উইকেট। যেখানে ইকোনমি পাঁচেরও কম। সরফরাজদের বিপক্ষে আগামীকালও সাকিবের এমন পারফর্মেন্স আশা করবে দল। 


promotional_ad

এদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টে ব্যাট হাতে সাকিব চার ম্যাচে করেছেন মাত্র ৪৯ রান। যা তার নামের পাশে একেবারেই বেমানান। তবে ব্যাট হাতে সাকিব সফল না হলেও বল হাতে দলের জন্য অবদান রেখে যাচ্ছেন নিয়মিত। চার ম্যাচে হাত ঘুরিয়ে তাঁর শিকার সাতটি উইকেট।


একটা সময় ইনজুরির কারনে তিনি এশিয়া কাপে খেলবেন কি খেলবেননা তা নিয়ে ছিল সংশয়। পুরোপুরি ফিট না হলেও সাকিব ঠিকই খেলছেন। অবদান রাখছেন। তবে দর্শকরা তাঁর থেকে আরও বেশি আশা করে। সর্বশেষ ওয়েস্ট-ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি -টুয়েন্টিতে সাকিব ছিলেন দুর্দান্ত।


ওয়ানডে ক্রিকেটে ভালো পারফর্মেন্সের পর টি-টুয়েন্টি সিরিজে জিতে নেন সিরিজ সেরা পুরষ্কার। সেই দুর্দান্ত পারফর্মেন্স এশিয়া কাপে এখনও দেখাতে পারেননি সাকিব। তবে এবার প্রতিপক্ষ যেহেতু পাকিস্তান তাই সাকিবের কাছে বাড়তি কিছু প্রত্যাশা করতেই পারে তাঁর ভক্ত, সমর্থকেরা।


কে জানে ব্যাট হাতে বিবর্ণ সাকিব হয়তো বড় ম্যাচের জন্য নিজের সেরাটা তুলে রেখেছেন। যদিও এই ম্যাচে অলরাউন্ডার সাকিবকেই দেখতে চাইবে গোটা বাংলাদেশ। সকলেই অপেক্ষায় থাকবেন তাঁর জ্বলে ওঠার। কেননা 'সুপার' সাকিব জ্বলে উঠতে পারলেই যে জয়ের রাস্তা সহজ হয়ে যাবে বাংলাদেশের তা বলাই বাহুল্য। পাশাপাশি তাঁরা পৌঁছে যাবে আরো একটি এশিয়া কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ের শেষ মহারণে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball