জুয়াড়ির 'সাম্রাজ্য' ভারতে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরোয়া লীগ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, জুয়াড়িদের পদচারণা রয়েছে সর্বস্তরে। ক্রিকেটের দুর্নীতিতে পিছিয়ে নেই কোন দেশই। তবে এ নিয়ে তালিকা করা হলে ভারতীয়রা থাকবে সবার উপরে। কেননা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালও বলেছেন, ক্রিকেটের জুয়াড়িদের মাঝে বৃহৎ অংশ জুড়ে রয়েছে ভারতীয়রা।
'ক্রিকেটে দুর্নীতি প্রতিটা ক্রিকেট খেলুড়ে দেশেই ঘটছে। বেশিরভাগ জুয়াড়ি একটি চক্রের মধ্যে থাকে। তাঁদের মধ্যে বেশিরভাগ জুয়াড়ি ভারতীয়। কিন্তু দুর্নীতি সব জায়গায়ই হয়।'

চলতি বছরেই কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা ম্যাচ ফিক্সিং নিয়ে প্রামাণ্য চিত্র প্রকাশ করেছিল। সেখানে প্রধান জুয়াড়ি হিসেবে নাম উঠেছে একজন ভারতীয়র। ঘরোয়া টি-টোয়েন্টি লীগে ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার সন্দেহে দুজন ভারতীয়কে আটক করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট।
চলমান এশিয়া কাপেও আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন এক ভারতীয়। আফগান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন শাহজাদ নিজেই।
এসব জুয়াড়িরা ওয়ানডে ফরম্যাটের তুলনায় টি-টুয়েন্টি লীগগুলোর দিকেই বেশি নজর দিয়ে থাকে বলে জানিয়েছেন মার্শাল। যদিও টি-টুয়েন্টি ক্রিকেটের বিস্তারকে ভাল বলছেন আইসিসি দুর্নীতি দমন ইউনিটের এই কর্মকর্তা। তবে জুয়াড়িরা এই সীমিত ওভারের ফরম্যাটের প্রসারকে নতুন সুযোগ হিসেবে দেখে থাকে বলেও উল্লেখ করেন তিনি।
আর্থিক সহায়তার নামে ফ্র্যাঞ্জাইজিগুলোর সদস্য হয়ে টুর্নামেন্ট জুড়ে প্রভাব খাটানোর চেষ্টায় থাকে তাঁরা। আর সেখান থেকেই শুরু হয় জুয়াড়িদের দুর্নীতির কর্মকাণ্ড।
'দুর্নীতিকারীরা টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলোতে বিস্ফোরণ ঘটাতে পছন্দ করে। অনেক বেশি টি-টুয়েন্টি আসর অনুষ্ঠিত হওয়া অবশ্যই ভাল। সত্যিই ভাল, কিন্তু দুর্নীতিকারীরা এটাকে নতুন সুযোগ হিসেবে দেখে। তাঁরা ফ্র্যাঞ্জাইজিগুলোতে অংশ নেয়। আর্থিক সহায়তা করে, তাঁরা টুর্নামেন্ট জুড়ে প্রভাব খাটাতে চেষ্টা করে। তাই তাঁরা টি-টুয়েন্টির আসর গুলোকে বেশি পছন্দ করে।'