promotional_ad

তিন বছরে পাকিস্তানের কাছে হারেনি টাইগাররা!

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। আগামীকাল এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে সেই পাকিস্তানেরই মোকাবেলা করতে যাচ্ছে টাইগাররা। তাই মানসিকভাবে অনেকটা এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নামবে তারা।


২০১৫ সালে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ৩-০ তে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। সে সময়ে উমর গুল,মোহাম্মদ হাফিজদের নিয়ে গড়া পূর্ণশক্তির দলের  বিপক্ষে তিন ম্যাচ সিরিজের কোন ম্যাচে না হেরেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।


promotional_ad

এরপর থেকে আর দ্বিপাক্ষিক কোন সিরিজে দু'দলের দলের দেখা হয়নি। তবে গতবছর জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেই সফর বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই স্বাভাবিক ভাবেই আর দু'দলের মধ্যে আর দেখা হয়নি।


যদিও ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপে একই রকম পরিস্থিতিতে মুখোমুখি হয়েছিল দুই দল। অঘোষিত সেই সেমিফাইনাইলে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের মত টুর্নামেন্টটির ফাইনালে ওঠে বাংলাদেশ। অলৌকিকভাবে দুই বছর পরে আবার দুই দল একই জায়গায় একই কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়ে। বুধবার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ।


অবশ্য তখনকার পাকিস্তানের চেয়ে এই পাকিস্তান দলটি অনেক সাজানো,গুছানোই বলা চলে। টুর্নামেন্টের শিরোপা জয়ের অন্যতম দাবীদার হিসেবেও মানা হচ্ছে তাদের। যদিও এখন পর্যন্ত মাঠের খেলায় নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি পাকিস্তানিরা।


ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে অাত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তাদের। আর সেই সুযোগটা কাজে লাগানোর পালা এখন বাংলাদেশের সামনে। তাছাড়া এই পাকিস্তানের বিপক্ষে নিজেদের সাম্প্রতিক পারফর্মেন্স মাথায় রেখে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকছে বাংলাদেশ।


উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে ৩৫ দেখায় এখন পর্যন্ত বাংলাদেশের জয়ের সংখ্যা অাটকে আছে মাত্র চারাটিতে। জয়ের হিসেবে বাংলাদেশের জয়ের শতাংশ মাত্র ১১.৪২ শতাংশ। তবে সব হিসেব নিকেশ আড়াল করে দিতে পারে টাইগকারদের অারো একটি দারুণ জয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball