পাকিস্তান-ভারতের ম্যাচে চোখ থাকবে মাশরাফিদেরও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সুপার সানডেতে বাংলাদেশ-আফগানিস্তানের পাশাপাশি মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় দুবাই এবং আবু ধাবিতে।
তবে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচকে ছাপিয়ে সবার নজর থাকবে ভারত এবং পাকিস্তানের ম্যাচের দিকে। কারণ এই ম্যাচের মধ্য দিয়েই অনেকখানি নিশ্চিত হয়ে যাবে এক দলের ফাইনালে যাওয়া।

এদিকে ভারত-পাকিস্তানের এই লড়াইয়ে নজর রাখবে বাংলাদেশ দলও। কারণ এই ম্যাচে পাকিস্তান হেরে গেলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। কিন্তু সেটার জন্য আবার আফগানদের হারাতে হবে বাংলাদেশ দলকে।
বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। ভারতের কাছে পাকিস্তানের হার আর আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয় সুযোগ করে দিবে বাংলাদেশের ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার।
অন্যদিকে পাকিস্তান আবার ভারতের সাথে জিতলেও সুযোগ থাকছে বাংলাদেশের। সেক্ষেত্রে মঙ্গলবার অনুষ্ঠিত ভারত এবং আফগানিস্তানের ম্যাচে আফগানদের জিততে হবে বড় ব্যবধানে।
আর পাকিস্তানকে বুধবার হারাতে হবে মাশরাফিদের। তাঁর আগে আবার আফগানিস্তানের সাথে জিততে হবে তাদের। তবে যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে এশিয়া কাপ শেষ হয়ে যাবে টাইগারদের।
এসব সমীকরণ মাথায় রেখেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফি-সাকিবরা। আর পাশাপাশি ভারত-পাকিস্তানের ম্যাচের দিকেও চোখ রাখতে হবে তাদের।