আফগান পরীক্ষার দিনে রেটিং সতর্কতায় মাশরাফিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে রেটিং পয়েন্ট হারাতে হয়েছিল বাংলাদেশ দলকে। তবে টাইগারদের সামনে সুযোগ রয়েছে এই আফগানদের হারিয়েই ফের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার।
গ্রুপ পর্বের পর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ ফের আফগানিস্তানের বিপক্ষে নামবে মাশরাফি বাহিনী। ম্যাচটি দু'দলের জন্যই বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

কারণ এই ম্যাচে যে দল হারবে তাদের জন্য শেষ হয়ে যাবে ফাইনালে যাওয়ার স্বপ্ন। তবে বাংলাদেশ দল হারলে ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ার পাশাপাশি র্যাঙ্কিংয়েও তিন পয়েন্ট হারাতে হবে তাদের।
এই ম্যাচ শুরুর আগে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে খেলতে নামবে টাইগাররা। জিতলে ১ পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯১ পয়েন্টে আর হেরে গেলে সেটা গিয়ে নামবে ৮৭ পয়েন্টে।
তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখার এই ম্যাচে র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারানোর বিষয়টি নিয়েও মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
এশিয়া কাপ থেকে আগে ভাগেই ছিটকে যাওয়া শ্রীলংকার রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭। আর রবিবার আফগানদের বিপক্ষে হারলে শ্রীলংকা এবং বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ১০ পয়েন্টে।
জিতে গেলে আবার সেটা হবে ১৪ রেটিং পয়েন্টে। কারণ আফগানিস্তান দল বাংলাদেশের নীচে হওয়ার কারণে মাত্র ১ পয়েন্ট পাবে মাশরাফিরা।