promotional_ad

মালিক ম্যাজিকে শেষ ওভারের ম্যাচ জিতল পাকিস্তান

শোয়েব মালিক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


এশিয়া কাপের শেষ চারে আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। মূলত অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে জয় নিশ্চিত করে তারা।


শেষ ওভারে তাদের দরকার ছিল ১০ রান। সেই রান তুলে নিয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন মালিক। এই অভিজ্ঞ ক্রিকেটার অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থাকেন ৫১ রান করে। এর আগে আফগানদের দেয়া মাঝারি লক্ষ্যের জবাবে কোনো রান তোলার আগেই ফিরে যান ওপেনার ফখর জামান।


দ্বিতীয় উইকেট ১৫৪ রান যোগ করেন ইমাম উল হক ও বাবর আজম। ৮০ রান করে ইমাম রান আউট হলে এই জুটি ভাঙ্গে। বাবর আজম রশিদ খানের শিকার হয়ে আউট হয়েছেন ৬৬ রান করে।


promotional_ad

হারিস সোহেল ১৩ রান করে আফগান স্পিনার মুজিবের শিকার হলে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। শেষ দিকে সরফরাজ ৮ রান করে আউট হয়েছে সরফরাজ আহমেদ।


শেষ দিকে আসিফ আলী ৭ রান করে নওয়াজ ১০ রান করে রশিদের শিকার হলে হারের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে অভিজ্ঞ শোয়েব মালিক ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬ রানে তার সঙ্গী ছিলেন হাসান আলী।


এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ব্যাটিং নেমে দেখে শুনে শুরু করেছিলেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইহসানউল্লাহ।


দলীয় ২৬ রানে ইহসানউল্লাহ (১০) ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই আউট হন শাহজাদ (২০)।  তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন রহমত-শহীদি। ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে এই জুটিটিও ভাঙেন নেওয়াজ।


চতুর্থ উইকেটে আসগর আফগানের সঙ্গে ৯৪ রানের আরেকটি বড় জুটি গড়েন হাসমতউল্লাহ শহীদি। দুজনই হাফসেঞ্চুরি পেয়েছেন। আফগান অধিনায়ক আসগর আউট হন ৬৭ রান করে। এরপর মোহাম্মদ নবিও ৭ রানের বেশি করতে পারেননি।


তবে শহীদি বাকি সময়টা এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। তিনি ১১৮ বলে ৭ বাউন্ডারিতে ৯৭ রানে অপরাজিত থাকেন। গুলবদন নাইব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০ রান করে।


পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার নেওয়াজ। তিনি দখল করেছেন ৩টি উইকেট। ২ টি উইকেট নেন অভিষিক্ত শাহিন শাহ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball