বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

ছবি: রোহিত শর্মা

ডেস্ক রিপোর্টঃ
এশিয়া কাপের শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ভারত। টাইগারদের তারা ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে। ভারতের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা।
তিনি ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মূলত তার ব্যাটে ভর করে ১৩.৪ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ভারত। এর আগে ভারতের বিপক্ষে টপ ও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৭৩ রানে অল আউট হয় বাংলাদেশ দল।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। এই দুজনের ব্যাটেই ১০ ওভারের মধ্যে দলীয় অর্ধশতক তুলে নেয় ভারত। এরপর সাকিব ৪০ রান করা ধাওয়ানকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন।
এরপর ১৩ রান করা রাইডুকে উইকেটরক্ষক মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করেছেন রুবেল হোসেন। তৃতীয় উইকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন রোহিত। ম্যাচের শেষ দিকে ৩৩ রান করে মাশরাফির বলে মিথুনকে ক্যাচ দিলে এই জুটি ভাঙ্গে।
এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোহিত (৮৩) ও দীনেশ কার্তিক (১)। এই ম্যাচের শুরুতে টস ভাগ্যটা বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার পক্ষ?? যায়নি। তবে টস ভাগ্য তার পক্ষে না গেলেও তাদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় দলপতি রোহিত শর্মা।
টসে হেরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া টাইগারদের হয়ে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই ওপেনার শান্ত এবং লিটন। কিন্তু দলীয় ১৫ রানেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরাহ।
এরপর সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দলের হাল ধরার চেষ্টা করলেও রবিন্দ্র জাদেজাকে উইকেট বিলিয়ে দেন সাকিব। সাকিবকে বিদায় করার পর আরও দুই টাইগার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন এই অলরাউন্ডার।

৯ রান করে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন মিথুন আর রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। ২১ রান আসে এই উইকেট রক্ষকের ব্যাট থেকে। ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক মিলে ৩৫ রান যোগ করেন।
এরপর, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ২৫ রান করে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকার হয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন রিয়াদ। পরের ওভারে আবার জাদেজাকে উইকেট ছুঁড়ে দেন মোসাদ্দেক। অষ্টম উইকেটে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ।
এই দুজনে অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেছেন। এরপর মাশরাফি ২৬ রান করে ভুবনেশ্বরের শিকার হয়েছেন। আর ৪২ রান করে মেহেদী হাসান বুমরাহর বলে আউট হলে অল আউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ।
এরপর আর কেউ দাঁড়াতে না পারলে বাংলাদেশ দল আউট হয় ১৭৩ রানে। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাজিক আউট হয়েছেন ৩ রান করে। রুবেল ১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) , মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান,আম্বাতি রাইয়ুডু, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।
স্কোরকার্ডঃ
বাংলাদেশ ইনিংসঃ ১৭৩/১০, ৪৯.১ ওভার (লিটন ৭, শান্ত ৭, মিথুন ৯, সাকিব ১৭, মুশফিক ২১, মাহমুদুল্লাহ ২৫, মোসাদ্দেক ১২, মাশরাফি ২৬, মিরাজ ৪২, মুস্তাফিজ ৩ ও রুবেল ১*)
ভারতঃ ভুবনেশ্বর কুমার, ৩২/৩, জাস্প্রিত বুমরাহঃ ৩৭/৩, রবিন্দ্র জাদেজা ২৯/৪, যুবেন্দ্র চহল ৪০/০, কুলদিপ যাদব ৩৪/০
ভারত ইনিংসঃ ১৭৪/৩ (৩২ ওভার) (রোহিত ৮৩*, ধোনী ৩৩, ধাওয়ান ৩১, রাইডু ১৩ ও কার্তিক ১*)
বাংলাদেশঃ সাকিব ৪৪/১, রুবেল ২১/১ ও মাশরাফি ৩০/১।