মাশরাফিদের বিপক্ষে বেঞ্চ শক্তি পরীক্ষায় ভারত?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করে দেখতে পারে ভারত। একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে লোকেশ রাহুল এবং মানিশ পান্ডের। সেই সঙ্গে ইনজুরি আক্রান্ত হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দেখা যেতে পারে রবিন্দ্র জাদেজাকে।
লোকেশ এবং মানিশকে ম্যাচের আগের দিন রাতে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে অনুশীলন সেরে নিয়েছেন এই তারা।

যেহেতু কেদার যাদব বোলিং করছেন নিয়মিত সেক্ষেত্রে দীনেশ কার্ত্তিক এবং আম্বাতি রাইয়ুডুর পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন দুজন।
এছাড়াও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পেসার ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। সেক্ষেত্রে ওয়ানডে অভিষেক হতে পারে দিপক চাহারের।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া, অক্ষর পাটেল এবং শার্দূল ঠাকুর এশিয়া কাপ থেকে ছিটকে যান।
যেকারণে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন রবিন্দ্র জাদেজা, সিদ্ধার্থ কউল এবং দিপক চহর। তবে তিনজনকেই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে দেখা যাবেনা।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল/ আম্বাতি রাইয়ুডু, দীনেশ কার্ত্তিক/মানিশ পান্ডে, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার/ দিপক চাহার, জাস্প্রিত ভুমরাহ।