promotional_ad

বিস্তর ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০১৮ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০১৪ আসরে।


ঘরের মাঠের সেই আসরে একবারের দেখায় ভারতের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের ইতিহাসের ভারতের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল ১০ বার। যার মধ্যে একবারই জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের দল।


আর সেটা ছিল ২০১২ এশিয়া কাপে, যে আসরে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে (এশিয়া কাপ সহ) ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৩৪টি ম্যাচ।


promotional_ad

যেখানে মাত্র পাঁচটিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ১৯৮৮ সালে প্রথম ভারতকে মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশকে। সেই ম্যাচের হার দিয়েই শুরু হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস।


টানা ১২ ম্যাচ পরাজয়ের পর ২০০৪ সালে হাবিবুল বাশারের নেতৃত্বে ভারতীয়দের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। সেই ম্যাচে ১৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর পরের জয়টি অবশ্য ভারতের বিপক্ষে স্মরণীয় জয় ছিল বাংলাদেশের।


২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় টাইগারদের বিপক্ষে পাঁচ উইকেটের পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে ভারতকে। এরপরে জয়টি ২০১২ আসরের এশিয়া কাপে।


তিন বছর পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই সিরিজেই পর পর দুই ম্যাচ ভিরাট কোহলি-ধোনিদের হারিয়ে দেয় মাশরাফি বাহিনী। প্রথম ম্যাচে ৭৯ রান এবং পরের ম্যাচে ছয় উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।


আর ২০১৫ সালের সেই ওয়ানডে সিরিজটি জিতেছিল মাশরাফি-মুশফিকরা। এরপরের দেখা ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে। কিন্তু ঐ দেখায় জয়ের দেখা পায়নি বাংলাদেশ। 


প্রায় একবছর আবারও দেখা হতে যাচ্ছে এই দুই দলের। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। শিরোপার দিকে এক পা এগিয়ে যেতে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্ব বহন করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball