টসে জেতা হল না মাশরাফিদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডেতে এখন পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। যার তিনটিতে জিতেছে টাইগাররা আর দুটিতে জয় পেয়েছে আফগানরা।
আর আফগানদের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ জয় তুলে নিতে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ দল।
আর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি আজগার আফগান।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পরায় এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে তাঁর। যেকারনে নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তান স্কোয়াড-
মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, আসগর আফগান (অধিনায়ক), জাভেদ আহমদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশীদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুনির আহমদ, সৈয়দ শিরজাদ, শরফুদ্দীন আশরাফ।