এশিয়া কাপ শেষ হার্দিক পান্ডিয়ার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় ইনজুরিতে পরেছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর এই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে চলমান এশিয়া কাপ থেকে।
কোমরের ইনজুরিতে তাঁর এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র। সেই সঙ্গে বদলি হিসেবে অলরাউন্ডার দিপক চহর দলে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই হয়তো দলের সঙ্গে যোগ দিবেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। আর ইনজুরি নিয়ে একই দিন হয়তো দেশে ফিরবেন হার্দিক।
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় ম্যাচের ১৮ তম ওভারে কোমরে চোট পান পান্ডিয়া। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। সে সময়েই ধরে নেয়া হয়েছিল গুরুতর ইনজুরিতে পরেছেন তিনি।
এদিকে চহর দলের সঙ্গে যোগ দিলে হয়তো সুপার ফোরের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে তাকে। এখন পর্যন্ত ওয়ানডে না খেললেও চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয়েছে তাঁর।
২১ তারিখ বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হতে পারে ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারের।