তরুণ ওপেনারে বিশ্বাসী মাশরাফি
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যে বিশ্বাস রাখছে বাংলাদেশ দল। তামিমের ইনজুরি জায়গা করে দিয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্তকে। আর তাঁর সাথে ওপেনার হিসেবে থাকবেন লিটন কুমার দাস। দুই তরুণ ওপেনারের উপর বিশ্বাস রাখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তবে তাদেরকে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং খেলাকে উপভোগ করতে হবে। তামিমের সমতুল্য না হলেও তরুণদের সেরাটা দিয়ে ভাল পারফর্মেন্স করার চেষ্টা করতে হবে। আর তাঁরা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে তামিমের থেকেও ভাল খেলবেন বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক।

'আমার বিশ্বাস তাঁরা যদি উপভোগ করতে পারে তাহলে এটা তাদের জন্য বড় সুযোগ। তরুনদের অবশ্যই চেষ্টা করতে হবে তবে আমরা তাদের কাছে তামিমের সমান পারফর্মেন্স আশা করতে পারিনা। কিন্তু তাঁরা নিজেদের সেরাটা দিলে তামিমের চেয়েও ভালো করতে পারে বলে আমার বিশ্বাস।'
লিটন-শান্তর কাছে বেশি কিছু প্রত্যাশা করছেন না মাশরাফি। জানিয়েছেন, শুধু উইকেট বিলিয়ে না দিয়ে ভাল একটা শুরু চান তাঁদের কাছে। আর সেই রকম কিছু করতে পারলে তরুণ দল নিয়েও ভাল খেলবে বাংলাদেশ।
'আমি শুধু একটা ভালো সূচনার আশা করতে পারি তাদের কাছে। আর সেটা করতে পারলে সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের।'
এদিকে মুশফিক এবং মুস্তাফিকেও আজকের এই ম্যাচ বিশ্রাম দেয়া হবে। আর সেই জায়গায় দলে জায়গা পাবেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক এবং পেসার আবু হায়দার রনি। বলা যায়, তরুণ দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।