বোলারদেরই কৃতিত্ব দিচ্ছেন রোহিত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি শেষে প্রায় এক বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। সেই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারলেও এবার আর সেই ভুল করেনি রোহিত শর্মারা। এশিয়া কাপের গ্রুপ 'এ' এর শেষ খেলায় পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে ভারত। আর এই জয়ের কৃতিত্ব বোলাদেরই বেশি দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তানের ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন ভুবেনশ্বর কুমার। আর সেখানেই পিছিয়ে পড়ে সরফরাজের দল। আর মধ্য ওভারে কুলদিপ এবং চাহালের সাথে পার্ট টাইট স্পিনার কেদার যাদব কিপটে বোলিংয়ে উইকেট নিয়েছেন নিয়মিত বিরতিতে। পাকিস্তানকে কোণঠাসা করতে পরিকল্পনার বাইরে একটি পদক্ষেপও নেয়নি অধিনায়ক রোহিত। আর তাঁর বোলাররাও সেই অনুযায়ী কাজ করেছে , ম্যাচ শেষে জানিয়েছিলেন তিনি।

'প্রথম থেকেই আমরা নিয়মনিষ্ঠ ছিলাম। গত কালের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করেছি। বোলিং বিভাগের জন্য ভাল একটি ম্যাচ ছিল। যখন আমরা বুঝতে পারলাম এই কন্ডিশনে এটা তেমন কঠিন নয়। আমরা একটি পরিকল্পনায়ই একনিষ্ঠ ছিলাম এবং যা করতে চেয়েছি তা করতে পেরেছি।
'স্পিনাররা ম্যাচটিকে কঠিন করে দিয়েছিল ওদের জন্য এবং কিছু অপ্রত্যাশিত উইকেট এনে দিয়েছিল। কিন্তু প্রথম কয়েকটি ওভারে উইকেট পাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাঁদের ব্যাটিংয়ের মান ভাল। তাই আমরা চাই নি তাঁদের জন্য ম্যাচটি সহজ হোক। আমরা বোলারদের লাইন লেন্থে বোলিং করতে বলেছিলাম, পাকিস্তান যেন মারার সুযোগ না পায়।'
হংকংয়ের বিপক্ষে প্রথম দিকে উইকেট নিতে পারেনি ভারত। যদিও সেই ম্যাচে জয়ের হাসিটা ভারতই হেরেছিল, কিন্তু ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন সেই ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তাঁরা।
আগামী ২১শে সেপ্টেম্বর শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে ম্যাচটি অতীব জরুরী দুই দলের জন্য।