পার্ট টাইমারে অপ্রস্তুত ছিল পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান দলকে খুঁজেই পাওয়া যায়নি বুধবার। তাদের কাছে ৮ উইকেটের বড় পরাজয় নিয়ে রানার্স আপ হিসেবেই সুপার ফোরে গিয়েছে সরফরাজ আহমেদের দল।
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় চাপে পরেছিল পাকিস্তান। সেখান থেকে বাবর আজম এবং শোয়েব মালিক দলকে উদ্ধার করার চেষ্টা করলেও কেদার যাদবকে তিন উইকেট দিয়ে আসেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

আর ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুস্থানে পাকিস্তান দলপতি ব্যাটসম্যানদের ব্যর্থতাঁর জানিয়ে দিলেন দুই লেগ স্পিনার চহল এবং কুলদিপের জন্য প্রস্তুতি নিয়ে নামলেও কেদারের জন্য প্রস্তুত ছিল না তাঁর দল।
'শুরুটা মোটেও ভালো হয়নি আমাদের। পাঁচ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে এসেছে ব্যাটসম্যানরা। বলতেই হয় আমরা খুব বাজে ব্যাটিং করেছি।
বাবরের উইকেটটা ছাড়া সবাই বাজে শট খেলে আউট হয়েছে। ভবিষ্যতের জন্য আরও ভালো প্ল্যান করতে হবে আমাদের। চহল এবং কুলদিপের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়ে নামলেও পার্টটাইম স্পিনার যাদবের জন্য আমরা প্রস্তুত ছিলাম না।'
এদিকে সরফরাজ আরও জানিয়ে দিলেন, সুপার ফোরের আগে এমন হার তাদের চোখ খুলে দিয়েছে। তাই সামনে আরও প্রস্তুত থাকতে হবে তাঁর দলকে। সেই সঙ্গে আরও জানালেন এই হারকে বড় শিক্ষা হিসেবে নিবে তাঁর দল।
'সুপার ফোরের আগে সব সমস্যার সমাধান করতে হবে। বলতে গেলে এই পরাজয়কে সুপার ফোরের আগে বড় শিক্ষা হিসেবে নিচ্ছি আমরা।'