promotional_ad

হংকংয়ের ইতিহাসে স্মরণীয় এক দিন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে গ্রুপ 'এ' এর দ্বিতীয় ম্যাচ, হংকং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন। শক্তিশালী ভারতের বিপক্ষে হয়ত ম্যাচটি হয়ত জেতা সম্ভব হয়নি তাঁদের, কিন্তু ক্রিকেট বিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি। হংকংয়ের বিপক্ষে ২৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও অসহায় মনে হচ্ছিল ভারতকে। রোহিত শর্মাদের বুকে একপ্রকার কাঁপুনি ধরিয়ে দিতে সক্ষম হয়েছিল দ্বিতীয়বার এশিয়া কাপ খেলতে আসা হংকং।


তবে শেষ হাসিটা হাসতে না পারলেও বিশ্বকে নিজেদের সক্ষমতা দেখাতে পেরেছে তাঁর দল, ম্যাচ শেষে বলেছিলেন হংকং অধিনায়ক আনশুমান রথ। জানিয়েছিলেন, দিনটি তাঁদের জন্য অম্লমধুর ছিল। ভারতের মতো দলকে পরাজয়ের দুয়ার থেকে ঘুরিয়ে আনতে পেরেছে তাঁর দল। কিন্তু তিনি চেয়েছিলেন ভালভাবে শেষ করতে। আরেকটু চেষ্টা করা উচিত ছিল তাঁদের। তাহলেই হয়ত জয়ের মুখ দেখতে পারতেন তাঁরা।


promotional_ad

'আমার মনে আজকের দিনটি অম্লমধুর ছিল। আমরা বিশ্বকে প্রমাণ দিয়েছি আমাদের সামর্থ্যের। আমরা ভারতকে নাগালে পেয়েছিলাম এবং উচিত ছিল শেষটা ভালভাবে করা। যদি আমাদের পক্ষ থেকে আরেকটু কঠোরভাবে চেষ্টা করতাম, যেটা আমাদের করা উচিত ছিল। আমরা ম্যাচটি ভালভাবেই শেষ করতে পারতাম।'


টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিল হংকং। ৩০০'র আগে আটকেও দিয়েছিল রোহিত শর্মাদের মতো বিশ্ব খ্যাত ব্যাটসম্যানদের। ২৮৬ রানের জবাবে অবিশ্বাস্য শুরু করেছিল হংকংয়ের দুই ওপেনার নিজাকাত খান এবং আনশুমান রথ।


৩৪.১ ওভারে দলীয় ১৭৪ রানে হংকং শিবিরে প্রথম আঘাত হানতে সফল হয় ভারত। ৯৭ বলে ৭৩ রান করে আউট হন অধিনায়ক রথ। পরের ওভারের আরেক ওপেনার নিজাকাত সাজঘরে ফিরে যান ৯২ রান করে।


এত ভাল শুরুর পরও অভিজ্ঞতার কাছে হেরে যায় হংকং। চাপ সামলাতে পারেনি দলের আর কেউ। ২৫৯ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস এবং ২৬ রানে পরাজিত হতে হয় চমক দেখানো দলটিকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball