লড়তে নয়, জিততে এসেছে আফগানরা

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। সেই সঙ্গে আফগানদের এই জয় এশিয়া কাপের বাকি দলগুলোর জন্য সতর্কবার্তা বললে ভুল হবেনা।
আর আফগান ব্যাটসম্যান রহমত শাহ নিজেই জানিয়ে দিলেন, তাঁরা এশিয়া কাপে এসেছেন লড়াই করতে নয় বরং জিততে।
'শ্রীলংকাকে হারিয়ে আমরা, প্রমাণ করেছি যে আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। অংশগ্রহনকারী বাকি দলগুলোকেও হারানোর ক্ষমতা আছে আমাদের।

আমরা এখানে শুধু বাকিদল গুলোর বিপক্ষে লড়াই করতে আসিনি, তাদেরকে হারিয়ে শিরোপা জেতাই আমাদের মূল লক্ষ্য।'
শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২৪৯ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। এদিন দলের সেরা ব্যাটসম্যান ছিলেন রহমত শাহ, যার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান বোলারদের তোপের মুখে পরে আফগানরা। শেষ পর্যন্ত মাত্র ১৫৮ রানে অল আউট হয়ে এশিয়া কাপ থেকে বিদায় নেয় শ্রীলংকা।
বাংলাদেশ এবং আফগানিস্তান একটি করে জয় পাওয়ার কারণে দু'দলের সামনেই সুযোগ রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যেকারণে আগামী ম্যাচে দু'দলই চাইবে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে।
আর সেই লক্ষ্যেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দু'দল।