promotional_ad

সিনিয়রদের আস্থার জায়গায় শান্ত

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে দলে জায়গা পাওয়ার দৌড়ে অনেকে এগিয়ে রাখছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। যমুনা টিভির এক সাক্ষাৎকারে শান্ত বলেছিলেন, দলের সিনিয়ররাও তাঁকে নিয়ে আশাবাদী। তাই বুঝা যায় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে আসলেই তাঁকে নিয়ে ভাবছে সকলে।


এছাড়া এখন থেকেই ভালো খেলার জন্য শান্তকে উদ্বুদ্ধ করছেন দলের সিনিয়ররা। তাই আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শান্ত। এদিকে ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করে অভ্যস্ত এই বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছিলেন, যে কোন জায়গায় খেলতে প্রস্তুত এবং সুযোগ পেলে ভালো খেলতে মুখিয়ে আছেন তিনি।


promotional_ad

'সিনিয়ররা সবসময় সাপোর্ট করছে। বুস্ট আপ করছে। বলছে আমি যদি খেলি তাহলে ভাল করতে পারব, আমার যে স্বাভাবিক খেলাটি আছে সেই অনুযায়ীই খেলতে বলেছে আমাকে। সুতরাং তেমন নেতিবাচক কিছু চিন্তা করছি না, আত্মবিশ্বাসী আছি। সুযোগ পেলে ভালো করার চেষ্টায় থাকব।'


আফগানিস্তানের ম্যাচই দেখা যাবে কে থাকছেন তামিমের পরিবর্তে। শান্তর সাথে বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হকও আছেন দলে জায়গা পাওয়ার অপেক্ষায়। আবার শান্ত থেকে অভিজ্ঞতায়ও এগিয়ে মমিনুল।


বাংলাদেশের হয়ে ২৬টি ওয়ানডে খেলেছেন তিনি। তবে সিনিয়রা যেহেতু শান্তকে নিয়ে আশাবাদী তাহলে হয়ত আগামী ম্যাচের একাদশে শান্তর থাকার সম্ভাবনাই বেশি। এখন শুধু সময়ের অপেক্ষা। ২০শে সেপ্টেম্বরই সব প্রশ্নের উত্তর মিলবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball