নতুন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান মুশফিকুর রহিম?

ছবি: মুশফিকুর রহিম, ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের ব্যাটিং সামর্থ্যের পরিধি দিন দিন বৃদ্ধি করছেন বাংলাদেশ দলের মিডেল অর্ডারের ভরসা মুশফিকুর রহিম। বলা যায়, একজন পরিণত ব্যাটসম্যানে রূপান্তরিত হয়েছেন তিনি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ব্যাটিংয়ে কোন ভুল খুঁজে পাননি মুশফিকদের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।
শট নির্বাচনের ক্ষেত্রে সময়ের সাথে সাথে নিজেকে আরও শাণিত করেছেন মুশফিক। নিজের সামর্থ্যের জায়গা মিড উইকেটে বেশি শট খেলার প্রবণতা থেকে বের হয়ে এসেছেন তিনি। শুধু ঐ অঞ্চল নয়, বর্তমানে পুরো ৩৬০ ডিগ্রিতেই খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বলের মেধা অনুযায়ী খেলার সক্ষমতা নিজের সামর্থ্যের তালিকায় এনেছেন মুশফিক।
যার কারণে উইকেটে জমে যাওয়া মুশফিকের বিপক্ষে বল করা বোলাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের প্রিয় কোচ নাজমুল আবেদিনও বলেছেন সেরকমই। জানিয়েছেন, বোলারদের জন্য এক প্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছেন দেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

'আমরা তাঁর শটে কোন ভুল দেখি নি, কারণ সে অফ সাইডের বল অফ সাইডে খেলেছে, লেগ সাইডের বল লেগ সাইডে খেলেছে, যা তুলনামূলকভাবে সহজ পন্থা। আগে আমরা দেখতাম, একটা আগে থেকেই নির্ধারিত শট খেলত, মিড উইকেটের দিকে। বল যেখানেই থাকুক না কেন, ও সেই মিড উইকেটের দিকেই খেলার চেষ্টা করত।
'এভাবে সে অনেকবার নিজের উইকেট হারিয়েছে। কিন্তু এই ইনিংসে এক্সট্রা কাভার, কাভার দিয়ে খেলতে দেখেছি। স্লগিস শট খেলেছে। বলা যায়, তাঁর শট খেলার পরিধি এখন অনেক বেশি এবং সে এটা জানে। যার কারণে বোলারদের জন্য তাঁকে বল করা কঠিন। বোলারদের অপশন এখন অনেক কমে গেছে। বোলারদের জন্য মুশফিক এখন হুমকিস্বরূপ।'
নিজেকে পরিণত করতে কঠোর পরিশ্রম করেছেন মুশফিকুর রহিম। দলের বাকি সদস্যের তুলনায় মুশফিক একটু বেশিই অনুশীলন করে থাকেন এটা সকলেরই জানার কথা। নিজের দুর্বলতাকে সবলতায় রূপান্তর করতে ঘাম ঝরিয়েছেন অবিরত।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে যার সুফলও পেয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন জয়, আর নিজের জন্য গড়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস। নারী দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, মিডেল অর্ডারে যার অভাব দেখছিল বাংলাদেশ তাঁকে খুঁজে পেয়েছে দল। মুশফিককে তাঁর এই ব্যাটিং ধরে রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।
যেন বাংলাদেশ ভরসা রাখতে পারে মুশফিকের উপর। যেন ভাবতে পারে ধ্বংসস্তূপ থেকে উত্তোলনের জন্য আমাদের দলেও রয়েছে সামর্থ্যবান একজন ব্যাটসম্যান।
'মুশফিক এই ধরনের সিচুয়েশনে আগে অনেকবার খেলেছে। তবে এই ইনিংসে একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল, সে নিজের উইকেটটি বিলিয়ে দিতে চায়নি। সে সময় নিয়েছে, আর যখন সময় হয়েছে তখন দ্রুত রানের জন্য যাবে। এটাই হওয়া উচিত। মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এমন একটা কলাপ্স হতে পারে, ধরে নিয়েই খেলতে হবে এবং নতুন করে ইনিংস গড়তে হবে। এই ইনিংসে সে এটা করে দেখিয়েছে।
'সেটা খুবই দক্ষতার সাথে করে দেখিয়েছে, যে কোন আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়ে কোন অংশে কম ছিল না। আশা করি সে এখান থেকে শিক্ষাটা নেবে এবং তাঁর খেলার মধ্যে আমরা এর ছায়াটা দেখতে পাব। যদি বাংলাদেশের ব্যাটিং এ শুরুতে ধ্বস নামে, তাহলে আমাদের একজন থাকবে যে কিনা এই রকম অবস্থা থেকেও ইনিংস গড়ার সামর্থ্য রাখে।'