হতাশ হংকং অধিনায়ক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ফরম্যাটের মর্যাদা নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ খেলছে হংকং। প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয় দলটি। তবে দলের পারফর্মেন্সে মোটেও সন্তুষ্ট নন হংকং অধিনায়ক আনশুমান রথ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে মোটামুটি ভালোই শুরু করেছিল দুই ওপেনার। কিন্তু সেই ভালো শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তাঁরা। ১১৬ রানে অলআউট হওয়ার ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে হংকং।

এমন বাজে পারফর্মেন্সের জন্য দলের ব্যাটসম্যানদেরই দোষ দিচ্ছেন হংকং। তবে কোন প্রকার অজুহাত দেখাতে চান না তিনি। নিজেদের ব্যর্থতা অপকটে মেনে নিয়েছেন তরুণ এই অধিনায়ক।
'আমরা যেভাবে ব্যাটিং করেছি, তা নিয়ে কোন অজুহাত দিতে চাই না। তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে যেটা মোটেও যথেষ্ট না। বিশেষ করে তাঁরা কেউই এটাকে বড় সংগ্রহে পরিণত করতে পারে নি, যেখানে আমিও আছি। ভালো শুরু অবশ্যই অসাধারণ কিন্তু আপনাকে তা ধরে রাখতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে চান দলের অধিনায়ক। আর এই শিক্ষা কাজ লাগাতে চান ভারতের বিপক্ষে আগামী ম্যাচে। প্রতিযোগিতা করতে চান শক্তিশালী ভারতের বিপক্ষে। 'এই শিক্ষা আমরা ভারতের বিপক্ষে কাজ লাগাতে চেষ্টা করব,' ম্যাচ শেষে জানিয়েছিলেন আনশুমান রথ।
আগামী ১৮ই সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে হংকং।