promotional_ad

স্মার্ট ক্রিকেটারের পরিচয় দিয়েছে মুশফিকঃ দ্বিপ দাস

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলংকার বিপক্ষে স্মার্ট ক্রিকেটের পরিচয় দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার দ্বিপ দাস গুপ্তা।


সেই সঙ্গে মুশফিককে এমন ইনিংস খেলতে সহয়তা করার জন্য ওপেনার তামিম ইকবালকেও কৃতিত্ব দেন এই ভারতীয় ব্যাটসম্যান। সেঞ্চুরিয়ান মুশফিককে প্রশংসায় ভাসানোর পাশাপাশি তাকে স্মার্ট ক্রিকেটারের উপাধি দেন তিনি। দ্বিপ বলেন,


'তামিমকে কৃতিত্ব দিতেই হয়, ভাঙ্গা হাত নিয়ে ফিরে এসে আবারও ব্যাটিং করার জন্য। তাঁর কারণেই মুশফিক নিজের মত করে খেলতে পেরেছে। 


promotional_ad

সে নিজের খেলার ধরণ জানে এবং যদি আপনি শট গুলো দেখেন সবগুলোই স্মার্ট শট ছিল, দেখে মনে হয়নি যে সে স্লগ করছে।'


এদিকে এই ধারাভাষ্যকার আরও মনে করেন, লঙ্কান বোলারদের আগেই পড়ে ফেলেছিলেন মুশফিক। সে বুঝে গিয়েছিল কোথায় কোন শট খেললে রান আসবে। 


বাংলাদেশ দল তাকে চার নম্বরে ব্যাটিং করিয়ে খুব ভালো কাজ করেছে বলেও জানান দ্বিপ। বাংলাদেশ দলের জন্য বড় প্লাস পয়েন্টও এটা বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, 


'ক্রিজে থাকা অবস্থায়ই সে বুঝতে পেরেছিল কোথায় কোন শট খেলতে হবে, কোন জায়গায় বোলাররা বল করতে পারে। মিডেল ওভারে সে সবচেয়ে বেশি স্মার্ট ক্রিকেট খেলেছে।


স্পিনারদের বিপক্ষে সিঙ্গেল বের করেছে সে আর তাঁর চারে ব্যাটিং করা বাংলাদেশ দলের জন্য বড় প্লাস পয়েন্ট। সব ধরনের শট আছে তাঁর কাছে, উইকেটে ব্যস্ত থাকতে পছন্দ করে সে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball