promotional_ad

টেস্ট ক্রিকেট হোক ডিউক বলেঃ ওয়ার্ন

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটকে আরও উপভোগ্য এবং উত্তেজনাকর করতে সব টেস্ট খেলুড়ে দলকে ডিউক বল ব্যবহারের পরামর্শ দিয়েছেন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। পাশাপাশি আইসিসি যেন টেস্ট ক্রিকেটে ডিউক বল বাধ্যতামূলক করে তাঁর জন্যও অনুরোধ করেন তিনি।  


সদ্য শেষ হওয়া ভারত ইংল্যান্ডের সিরিজের উদাহরণ টেনে ওয়ার্ন সব দেশের কিউরেটরদের উদ্যেশ্য করে বলেন পেস এবং স্পিন সামঞ্জস্য রেখে উইকেট তৈরি করতে, এতে টেস্ট ক্রিকেটকে আরো উপভোগ্য করে তুলবে। ওয়ার্নের মতে,


'দীর্ঘ সময়ের জন্য কুকাবুরা বল মানানসই নয়। আমরা একই জিনিষ বহু আগে থেকে বলে আসছি কিন্তু কিছুতেই তা পরিবর্তন হচ্ছেনা। আমাদের মধ্যে অনেকেই বলেছিলো চলো ডিউক বল ব্যবহারের চেষ্টা করা যাক। কিন্তু আমি খুশি হব যখন তা সারা বিশ্বে ব্যবহৃত হবে।'


promotional_ad

সে আরো বলেন-' ডিউক বলই সেরা বল। চলো এটার ব্যাবহার শুরু করা যাক। কুকাবুরা বল পরিহার করার এখনই সময় এবং ডিউক বল ব্যবহারের চেষ্টা কর।


টেস্ট ক্রিকেটে  ইংল্যান্ড এবং ওয়েস্ট-ইন্ডিজেই শুধু মাত্র ডিউক বল নিয়মিত ব্যবহার করতে দেখা যায়। অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকার সহ অধিকাংশ দলই কুকাবুরা বল দিয়ে খেলে থাকেন। তবে এশিয় অঞ্চলে ভারতে তৈরি এসজি বলই বেশি ব্যবহৃত হয়।


ডিউক বল ব্যবহারে বোলাররা উইকেট থেকে বাড়তি সুইং আদায় পায়। এবং ব্যাটসম্যানদের একটা পরীক্ষা নিতে পারে। যাতে ব্যাটসম্যান এবং বোলারদের মাঝে একটা সামাঞ্জস্য থাকে। 


যেমনটা দেখা গেছে সবশেষ ইংল্যান্ড,ভারত সিরিজে। যেখানে উইকেট থেকে ব্যাটসম্যানরা রান করেছেন পাশাপাশি বোলাররা ও প্রভাব বিস্তার করেছে।


অন্যদিকে কুকাবরা বলে বোলাররা উইকেট থেকে বাউন্স পেয়ে থাকে,তবে আধুনিক ক্রিকেটে বাউন্স থেকে খুব একটা পরাস্ত হতে দেখা যায়না ব্যাটসম্যানদের। তাই টেস্ট ক্রিকেটকে উপভোগ্য দেখতে ওয়ার্ন সর্বত্রে ডিউক বলের ব্যবহার দেখতে চান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball