ফের মেজাজ হারালেন ভিরাট !

ছবি: ভিরাট কোহলি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারার সাথে যেন মেজাজটাও হারিয়ে ফেললেন ভিরাট কোহলি। ওভাল টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একরকম তর্কেই জড়িয়ে বসেন ভারতীয় অধিনায়ক ।
সংবাদ সম্মেলন কক্ষে এক পর্যায়ে সাংবাদিক কোহলিকে বলেন, 'ভিরাট, সিরিজ চলাকালীন আপনার দলকে বারবার গত ১৫ বছরের সেরা ভারতীয় দল হিসেবে উল্লেখ করা হয়েছিল। এটা কি আপনাদের জন্য বাড়তি চাপ হয়ে গেছে? আপনার কি আসলেই মনে হয় আপনারা গত ১৫ বছরের সেরা?'

প্রশ্নটা ঠিক সহজভাবে নেননি ভিরাট। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে আমরা সেরা, তাই নয় কি?' জবাবে সাংবাদিক পাল্টা প্রশ্ন ছুঁড়েন, 'কিন্তু এটা কি আসলেই ভারতের গত ১৫ বছরের সেরা দল?'
এবার কোহলির পাল্টা প্রশ্ন, 'আপনার কি মনে হয়? সাংবাদিকের উত্তর, আমার মনে হয় না! 'কোহলি তখন থেমে গিয়ে বলেন, 'আপনি নিশ্চিত নন? ঠিক আছে। এটা আপনার ব্যাপার, ধন্যবাদ।'
ইংল্যান্ডের সাথে চতুর্থ টেস্টে সাউদাম্পটনে ৬০ রানে পরাজিত হয় ভারত। ততক্ষণে সিরিজ হারও নিশ্চিত হয়ে যায় ভিরাট কোহলিদের। সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দলীয় কোচ রবি শাস্ত্রী বলেছিলেন সিরিজ হারলেও তার দল ভালো খেলেছে।
তাঁর আমলে এই দলের সাফল্য বর্ণনা করে তিনি বলেন, গত ১৫-২০ বছরে আর কোনো ভারতীয় দলকে বিদেশে এতটা সফল হতে তিনি দেখেননি। তার তুলনায় এই দলটাই সেরা। মূলত শাস্ত্রীর সেই কথার সূত্র ধরেই সাংবাদিক ভিরাটকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন।
যার ফলে নিজের মেজাজ ধরে রাখতে ব্যর্থ হন তিনি। উল্লেখ্য, বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার সফরে গিয়ে সিরিজ হারার পর তখনও সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারান বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।