promotional_ad

বাংলাদেশ-আফগানিস্তান আমাদের জন্য হুমকিঃ হাথুরুসিংহে

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ এবং আফগানিস্তানকে হালকা ভাবে নিচ্ছেনা শ্রীলংকা। মঙ্গলবার এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়ে দিলেন শ্রীলংকার হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে।


সেই সঙ্গে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিততে চায় শ্রীলংকা। এমনকি বাকি দলগুলোর শক্তির কথা চিন্তা করে দল নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে। দেশ ছাড়ার আগে লঙ্কান কোচ জানান, 


promotional_ad

'আরব আমিরাতের কন্ডিশনে দুই দলই হুমকি। আমরা কোন দলকেই হালকা ভাবে নিচ্ছিনা। দল নির্বাচন করার সময় এই কথা মাথায় রেখেই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি আমরা। আর প্রথম দুই ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে চাই।'


এদিকে এশিয়া কাপে ভালো করতে হলে দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে বলেও জানান এই লঙ্কান। সেখানকার গরমের সাথে মানিয়ে নেয়াটাকে বড় চ্যালেঞ্জ মানছেন সাবেক এই টাইগার কোচ। তিনি আরও জানান,
 
'সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা অনেক গুরুত্বপূর্ণ। যেটা প্রত্যেক দলের জন্যই বড় চ্যালেঞ্জ কারণ সেখানে অনেক গরম থাকবে। রাতের বেলা শিশির থাকবে এবং বল সুইং করবে, টুর্নামেন্টে এই দুই বিষয়কেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।' 


উল্লেখ্য যে, বি গ্রপে ১৫ তারিখ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। এরপর ১৭ তারিখ আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে হাথুরুসিংহের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball