promotional_ad

বিদায়ী টেস্টে কুককে জয় উপহার ইংল্যান্ডের

ইংল্যান্ড ক্রিকেট দল
promotional_ad

 || ডেস্ক রিপোর্ট ||


বৃথা গেল ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের লড়াকু সেঞ্চুরি। বিদায়ী টেস্টে অ্যালিস্টার কুককে জয় উপহার দিল ইংল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারী ভারতকে ১১৮ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করল ভারত ও ইংল্যান্ড।


দারুণ লড়াই করেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি রাহুল। এই ওপেনার পুড়েছেন ১ রানের আক্ষেপে। আউট হয়েছে ১৪৯ আদিল রশিদের শিকার হয়ে। ম্যাচের শেষ দিনে ৭ উইকেট হাতে রেখে ৫৮ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে।


আগের দিন রাহুল ৪৬ এবং রাহানে ১০ রানে অপরাজিত ছিলেন। এদিন শুরুতেই অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। দলীয় ১২০ রানে এদিন চতুর্থ উইকেট হারায় ভারত। আজিঙ্কা রাহানে ৩৭ রান করে ইংলিশ স্পিনার মঈন আলীর শিকার হন।


promotional_ad

এরপর স্কোরবোর্ডে এক রান যোগ হওয়ার পরই আরো একটি উইকেটের পতন হয় ভারতের। প্রথম ইনিংসে অভিষেকেই অর্ধশতক হাঁকানো হনুমা বিহারীকে রানের খাতা খোলার আগেই আউট করেছেন বেন স্টোকস।


অবশ্য নিয়মিত সঙ্গী হারাতে থাকলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল। সাদা পোষাকের ক্রিকেটে এটি তার পঞ্চম শতক। এরপর রিশাভ পান্টকে নিয়ে ২০৪ রানের জুটি গড়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখান রাহুল।


তবে রাহুল ১৪৯ রান করে আউট হলে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই নিভে যায়। পান্টও ব্যক্তিগত ১১৪ রানে আদিল রশিদের শিকার হয়েছেন। এরপরই শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।


ভারত তাদের শেষ ৩ উইকেট হারিয়েছে মাত্র ৩ রানে। জাদেজা (১৩) ও ইশান্তকে (৫) ফিরিয়েছেন স্যাম কুরান। আর মোহাম্মদ শামিকে আউট করে টেস্ট ইতিহাসের সর্বাধিক উইকেট শিকারি হিসেবে নাম লেখান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।


এদিকে, এই ম্যাচে সবার বাড়তি নজর ছিল কারণ অ্যালিস্টার কুকের শেষ টেস্ট বলে। প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে জীবনের শেষ ইনিংসেও ইংল্যান্ড সমর্থকদের মুখে হাসি ফোটান ৩৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার।


তার সঙ্গে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ইংলিশ দলপতি জো রুটও। তিনি খেলেছেন ১২৫ রানের ইনিংস। এই দুজনের ব্যাটেই ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৩ রানের।


এর আগে স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৩২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভারত ২৯২ রানে অল আউট হয়। ফলে প্রথম ইনিংসে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball