ম্যাকগ্রা - ৫৬৩, অ্যান্ডারসন - ৫৬৩

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সামনে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাওয়ার সুযোগ অপেক্ষা করছে। ওভাল টেস্টের শেষ দিনে এক উইকেট নিতে পারলেই সর্বকালের সেরা অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।
টেস্ট ক্রিকেটে ৫৬৩ উইকেট অর্জন করা এই অজি পেসার করে পেসারদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন। ওভাল টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় চেতেশ্বর পূজারাকে লেগ বিফরের ফাঁদে ফেলে ম্যাকগ্রাকে স্পর্শ করেন জিমি অ্যান্ডারসন।

১৪৩ টেস্ট খেলা অ্যান্ডারসনের বর্তমান উইকেট সংখ্যা ৫৬৩। ইংল্যান্ডের জয় নিশ্চিত করার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লেখাতে চাইবেন আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তী পেসার।
আর রেকর্ডের পাতায় নাম লেখানোর জন্য ওভাল টেস্টের পঞ্চম দিনে ব্যাকফুটে থাকা ভারতকেই সামনে পাচ্ছেন তিনি। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৪৬৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত শুরুতেই তিন উইকেট হারিয়ে বসে।
টেস্টের শেষ দিনে স্কোরবোর্ডে ৫৮ রানে তিন উইকেট নিয়ে মাঠে নামবে সফরকারী ভারত। ম্যাচ বাঁচাতে ভারতকে পুরো দিন ব্যাট করতে হয়ে, যা এই মুহূর্তে প্রায় অসম্ভবের কাছাকাছি বললে ভুল হবে না।