অস্ট্রেলিয়ায় জিতবে ভারত!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বাস করেন, অস্টেলিয়ার মাটিতে অস্টেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে ভারত। কিন্তু সে জন্য তাদেরকে মানসিক ভাবে আরও দৃঢ় হতে হবে।
তাঁর মতে ইংল্যান্ড সফরে ভারতের ব্যর্থতার কারন প্রধান কারন মানসিকভাবে পিছিয়ে থাকা। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বলেন, 'বিদেশের মাটিতে খেলাটা সবসময় চ্যালেঞ্জিং।

'আমি বিশ্বাস করি ভারতের একটি শক্তিশালী বোলিং লাইনআপ আছে এবং বিশ্বসেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি সহ তাদের কিছু মানসম্মত ব্যাটসম্যান রয়েছে।তারা বিদেশেও সিরিজ জিততে পারে যদি তারা শারীরিকের তুলনায় মানসিকভাবে নিজেদের আরো দৃঢ় করে তুলে।'
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ২-১ এ সিরিজ হারে ভিরাট কোহলির দল। তিন টেস্টেই দুর্দান্ত বোলিং করে ভারতীয় বোলাররা। সবগুলো ম্যাচেই তারা প্রোটিয়াদের অল আউট করতে সক্ষম হয়।
কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিফলে যায় বোলারদের শ্রম। চলমান ইংল্যান্ড সফরেও সেই একই দশা। ভারতীয় বোলারদের দারুন ছন্দে থাকার পরও সিরিজ হারতে হয়েছে সফরকারীদের।
এক ভিরাট কোহলি ছাড়া কোন ব্যাটসম্যান সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি তারই ফলশ্রুতিতে ৪-১ এ সিরিজ হারার দ্বারপ্রান্তে ভারত। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে ভারত সিরিজ খোয়ালেও গিলক্রিস্ট মনে করেন ভারত ভালোই খেলেছে তবে তারা যথাযথ ভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি । এ জন্য তাদের মানসিক ভাবে পিছিয়ে থাকাকেই দায়ী করেন তিনি।