চান্দিমালকে নিয়েই ছক আঁকবে লঙ্কানরা

ছবি: দীনেশ চান্দিমাল, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরি থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়ক দীনেশ চান্দিমালকে। কিছু দিন আগেও অনিশ্চিত ছিল তাঁর খেলা। কিন্তু সম্প্রতি ??ঙ্কান দলের ম্যানেজার চারিথ সেনানায়েকে চান্দিমালের ইনজুরি নিয়ে শুনিয়েছেন আশার বানী।
শ্রীলংকার ঘরোয়া লীগে কলম্বোর হয়ে এসএলসি টি-টোয়েন্টি লীগের ম্যাচে ডান হাতের মধ্য আঙ্গুলে চোট পেয়েছিলেন চান্দিমাল। ডাক্তারি রিপোর্ট মতে এই চোট থেকে তাঁর উন্নতি সন্তোষজনক ছিল না সে সময়।
কিন্তু বর্তমানে তিনি উন্নতির দিকে আছেন এবং সাবেক লঙ্কান ওপেনার সেনানায়েকে আশাবাদী আসন্ন এশিয়া কাপেই খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন চান্দিমাল,

'চান্দিমাল, আশাকরি সে আগামী সফরের জন্য ফিট হয়ে উঠবে।'
এদিকে ফর্মে থাকা অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়াকে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপে প্রথম দিকে পাচ্ছে না শ্রীলঙ্কা দল। জানা গেছে, প্রথম সন্তানের জন্মগ্রহণের অপেক্ষায় আছেন তিনি। যে কারণে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না এই স্পিনার।
তাঁর পরিবর্তে দলে রাখা হয়েছে লঙ্কান আরেক অভিজ্ঞ অফ-স্পিনার দিলরুয়ান পেরেরাকে। যিনি এখন অবধি মাত্র ৩১টি টেস্ট খেলে ১২৫ উইকেট শিকার করে নিয়েছেন। আর আসন্ন এশিয়া কাপের জন্য দিলরুয়ান ভালো কাজে আসবে বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার চারিথ সেনানায়েকে,
'দিলরুয়ান একজন অভিজ্ঞ বোলার এবং তাঁর থেকে ইতিবাচক ফলাফল না পাওয়ার পেছনে এখানে কোন কারণ নেই।'
গ্রুপ 'বি' এর প্রথম ম্যাচে আগামী ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারকে দলে না পাওয়ার আশঙ্কায় কিছুটা দুশ্চিন্তায় লঙ্কান ক্রিকেট।