বিদায় টেস্টেও মাইলফলক ছুঁলেন কুক

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে নেমে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। ওভালের মাঠে ১০০০ রান পূরণ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তৃতীয় ক্রিকেটার হিসেবে কেনিংটন ওভালে এই মাইলফলক স্পর্শ করলেন কুক। এর আগে গ্রাহাম গুচ এবং স্যার লেনর্ড হুটন এই মাঠে ১০০০ রান করেছেন।

সবচেয়ে বেশী রানের মালিক অবশ্য স্যার লেনর্ড হুটন। ১৯৩৭ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত এই মাঠে ১৯ ইনিংসে মোট ১৫২১ রান করেছেন তিনি।
৮৯.৪৭ গড়ে তার ৪টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি হয়েছে, সর্বোচ্চ স্কোর ৩৬৪। এরপর অবস্থান করছেন গ্রাহাম গুচ। ২২ ইনিংসে ৫২.২৩ গড়ে ১০৯৭ রান করেছেন তিনি।
এখন পর্যন্ত কুকের এই মাঠে রান ১১১২। তার সামনে সুযোগ রয়েছে এই টেস্ট দিয়ে গ্রাহাম গুচকে টপকে যাওয়ার। ৪৫.৮১ গড়ে এই মাঠে ৬টি ফিফটি এবং ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সাবেক এই ইংলিশ দলপতি ইংলিশদের পক্ষে সবচেয়ে বেশী ১৬১টি টেস্ট খেলেছেন। ৪৪.৯১ গড়ে ১২২৬৩ রানের মালিক এই ইংলিশম্যান।