কোহলি বিহীন ভারতকে আলীর হুঁশিয়ারি

ছবি: ভারতীয় দল, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের কন্ডিশন সাথে শেষ বারের দেখায় জয়। ভারতের বিপক্ষে তাই মানসিক ভাবে এগিয়ে থাকবে পাকিস্তান। আর আসন্ন এশিয়া কাপের এই দেখায় এবার চাপে থাকবে ভারত, মনে করছেন পাকিস্তানী পেসার হাসান আলী।
গেল বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয়েছিল এই দুই দলের। ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল পরাজয় উপহার দিয়েছিল সরফরাজের দল। সেই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন হাসান আলী। সেই হারের পর পাকিস্তানের বিপক্ষে ভারত চাপে থাকবে বলে ,বিশ্বাস করছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বর এই বোলার।
'আমরা ওদের থেকে এগিয়ে আছি। শেষ ম্যাচে হারার পর থেকে তারা (ভারত) চাপে আছে। আমাদের ঘরের মাঠ আরব আমিরাত। এখানে অনেক দিন ধরে খেলায় আমরা অবশ্যই সুবিধা পাবো। আমরা জানি এখানের কন্ডিশন কিভাবে কাজে লাগাতে হয়।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ভারতকে সামনে পাওয়ার উচ্ছ্বাস ধরেই রাখতে পারছেন না হাসান আলী। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সব'কটি উইকেট তিনি একাই নিতে চান। তবে সেই ম্যাচে কিছুটা চাপ অনুভব করলেও তিনি বিশ্বাস রাখছেন তাঁর চাপে সেরা খেলার সামর্থ্যের উপর।
‘পাঁচ উইকেট নয়, আমি তাদের সব ক’টি উইকেট নিতে চাই। ওই ম্যাচে চাপ থাকবে। কিন্তু চাপে আমি নিজের সেরা খেলাটা বের করে আনতে পারি।’
এদিকে নিদাহাস ট্রফির ন্যায় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের মিশনে যাবে ভারত। যার কারণে বাড়তি সুবিধা পাবে পাকিস্তান, মনে করছেন পাকিস্তানের হয়ে ৩৩টি ওয়ানডে খেলা এই পেসার।
কিন্তু কোহলি ছাড়াও যে ভারত শক্তিশালী দল তা বিশ্বাস করেন এই পেসার। তবে চাপে অসাধারণ খেলা কোহলির মতো আর কেউ নেই ভারতীয় দলে। তাই রোহিত শর্মাদের চেপে ধরা সহজ হবে বলে মনে করছেন হাসান আলী।
‘বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। সবাই জানে, তিনি একজন ম্যাচ উইনার। কিন্তু তাকে ছাড়াও ভারত ভালো দল। তাদের আরো খেলোয়াড় আছে। হ্যাঁ, তার অনুপস্থিতি আমাদের বাড়তি সুবিধা দেবে। কারণ কোহলি চাপ কাটিয়ে সেরাটা খেলতে পারে, কিন্তু বাকিরা সেটা পারে না।’
এবার এশিয়া কাপের একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ই সেপ্টেম্বর মাঠের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।