কোচ হিসেবে কেমন ল্যান্স ক্লুজনার?

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে। বৃহস্পতিবার তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কিংস কর্তৃপক্ষ।
গেল মার্চে রাজশাহীর হেড কোচের দায়িত্ব নেয়া কিউই সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরি বিগ ব্যাশের কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন। এরপরই নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করে কিংসরা।
এবারই প্রথম বাংলাদেশের কোন লীগ কাজ করবেন এই প্রোটিয়া। যদিও ৮ বছর আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি।

কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেয়ার কারণে শ্রীলংকার চম্পকা রামানায়েকের কাঁধে এই দায়িত্ব দেয়া হয়। তাই এবারই প্রথম কোচ হিসেবে বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।
তবে হেড কোচ হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্লুজনারের। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লীগে ডলফিন্সদের সঙ্গে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
২০১৩-১৪ মৌসুমে তার অধীনে র্যাম স্ল্যাম শিরোপাও ঘরে তোলে দলটির। এছাড়াও ২০১৬ মৌসুমে রানার্স আপ হয় ডলফিন্স। অবশ্য এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
পরবর্তীতে জিম্বাবুয়ের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সেখানে ফলাফল তার দিকে যায়নি। ২০১৯ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব পার করতে ব্যর্থ হয় গ্রেম ক্রিমার-ব্রেন্ডন টেইলররা।
তার আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন ক্লুজনার। এছারাও ২০১১ সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়ার।
তাই সব মিলিয়ে বলাই যায় কোচ হিসেবে ভালোই অভিজ্ঞতা রয়েছে দক্ষিন আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের। এখন দেখার বিষয় বাংলাদেশ প্রিমিয়ার লীগে তার অধীনে কেমন পারফর্মেন্স করে রাজশাহী কিংস।