আফগান দলপতির চোখ সুপার ফোরে

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলংকার সঙ্গী হিসেবে আছে আফগানিস্তান। আর আফগান দলপতি আজগার আফগান মনে করেন এই গ্রুপের তিন দলেরই সামর্থ্য আছে সুপার ফোরে জায়গা করে নেয়ার।
আয়ারল্যান্ড সফরের ধারাবাহিকতা এশিয়া কাপেও ধরে রাখতে মরিয়া এই দলপতি। তার বিশ্বাস আফগানরা সুপার ফোরে জায়গা করে নেয়ার ক্ষমতা রাখে। আর সেই লই মাঠে লক্ষ্যেই মাঠে নামবে তার দল।
এশিয়া কাপের জন্য ইতিমধ্যে আবু ধাবিতে অবস্থান করছে আফগানিস্তান দল। বৃহস্পতিবার ট্রেনিং সেশন শেষে সাংবাদিকদের তিনি জানান,

'আমাদের গ্রুপের সব দলেরই সুযোগ আছে সুপার ফোরে জায়গা করে নেয়ার। এটা সত্যি যে গ্রুপের সবচেয়ে কম অভিজ্ঞ দল আমরাই। কিন্তু আমরা এখানে এসেছি আত্মবিশ্বাসী হয়ে। আর আমাদের প্রথম কাজ হচ্ছে সুপার ফোর নিশ্চিত করা।'
এদিকে আফগান দলপতি আরও মনে করেন, শেষ পর্যন্ত কোন দুই দল সুপার ফোরে খেলবে সেটা বলা মুশকিল। সব ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও আশা করছেন এই আফগান কাপ্তান। তিনি আরও বলেন,
'সুপার ফোরে কারা যাবে আমাদের গ্রু থেকে এটা আসলে এখন বলা মুশকিল। তবে ম্যাচগুলোতে লড়াই হবে ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত সেরা দলই জয়ী হবে। আশা করছি, নিজেদের দিনে গ্রুপের বাকি দুই দলকে হারাতে পারবো।'
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলংকা। এই আসরের প্রথম পর্ব শেষ হবে ২০ সেপ্টেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে।
২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে এই পর্বটি। আর ২৮ সেপ্টেম্বর হবে ফাইনাল। ১৭ তারিখ শ্রীলংকা ও ২০ তারিখ বাংলাদেশের বিপক্ষে নিজেদের দুই ম্যাচ খেলবে আফগানরা।
এশিয়া কাপের আফগান স্কোয়াড:
আজগর আফগান, মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও বাফাদার মোমান্দ।