স্নায়ু নিয়ন্ত্রণকেই মূলমন্ত্র ভাবছেন ফখর

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
পাক -ভারত লড়াই মানেই শ্বাস- রুদ্ধশ্বাসে ঘেরা উত্তেজনাকর এক ম্যাচ। নিজেদের রাজনৈতিক ইতিহাস আর জাতিগত বিরোধ থেকেই মূলত মাঠের খেলায় এর প্রভাব পড়ে। তাইতো খেলোয়াড়দের মাঝেও একটা চাপ সবসময় থাকে।
তবে সেই চাপে গাঁ ভাসাতে নারাজ পাকিস্তানি ওপেনার ফখর জামান। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে এই ভারতকে হারিয়েই শিরোপা ঘরে তোলে পাকিস্তান। ১৯ তারিখে এশিয়া কাপে মুখোমুখি হতে যাওয়া লড়াইয়ে ভারতকে আবারো সেই স্মৃতি মনে করিয়ে দিনে চান পাকিস্তানি এই মারকুটে ওপেনার । ফখরের মতে,
''পাক - ভারত ম্যাচে আলাদা কোন চাপ নেই । প্রত্যেক ম্যাচেই চাপ থাকে যা অবশ্যই এই ম্যাচেও থাকবে। যারা এই স্নায়ুর চাপ সামাল দিতে পারবে তারাই ভালো করবে ।

একটি দল হিশেবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে চাপ না নিয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা এবং আমি সবসময় বিশ্বাস করি দলগত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি । এটা কোন ব্যাপার নয় যে আপনি কতটা শক্তিশালী দলের বিপক্ষে খেলছেন।''
তিনি আরো বলেন; ' এই টুর্নামেন্টের জন্য আমাদের দল কঠোর পরিশ্রম করছে এবং ম্যানেজমেন্ট প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস এবং পারফর্মেন্সের উন্নতির জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছেন।'
সংবাদমাধ্যমে ফখর এক পর্যায়ে ফখর ভারতীয় দল নিয়েও কথা বলেন। তিনি মনে করেন ভিরাট কোহলি ছাড়াও ভারত দুর্দান্ত দল। তার ভাষ্য মতে কোহলি একজন গ্রেট ক্রিকেটার।
তবে এশিয়া কাপে তার অনুপস্থিতি খুব বড় প্রভাব পড়বে না ভারতীয় দলে। ফখর অবশ্য শক্তিশালী ভারতীয় দলের মোকাবেলা করতেই বেশ রোমাঞ্চিত।
উল্লেখ্য, একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুই দল ১২৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকেই; তারা জিতেছে ৭৩ টি ম্যাচ। অন্যদিকে ভারত জিতেছে ৫২ টি ম্যাচে।