টম-স্যামের পর এবার আসছেন বেন কুরান

ছবি:

টম কুরান এবং স্যাম কুরানের পর এবার ইংলিশ কাউন্টি মাতাতে প্রস্তুত হচ্ছেন তাদের আরেক সহদর বেন কুরান। দুই বছরের জন্য ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার।
তবে স্যাম এবং টমের চেয়ে ভিন্ন বেন। বড় ভাই এবং ছোট ভাই বোলার হলেও বেন কুরানের পরিচিতি একজন ব্যাটসম্যানের। আর দুই ভাই সারে এবং সাসেক্সের হয়ে খেললেও ভিন্ন দলের হয়ে খেলবেন বেন।
এখন পর্যন্ত নটিংহ্যামশায়ারের দ্বিতীয় বিভাগ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যদিও নজরকাড়া পারফর্??? করতে পারেননি তিনি।

তবে ২০১৯ সালের মৌসুম থেকে খেলা শুরু করবেন তিনি। আর কাউন্টিতে সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত এই তরুন। তিন ফরম্যাটেই ভালো করতে চান।
জানিয়েছেন নিজের সেরাটা দিয়ে ইংল্যান্ড দলে দুই ভাইয়ের মত জায়গা করে নিতে চান। সেই সঙ্গে তার বাবাও এই ক্লাবে খেলতেন বিষয়টি তাকে আরও খুশি করছে বলেও জানান। বেন বলেন,
'আমি খুব আনন্দিত যে তারা আমাকে দলে নিয়েছে। আমার বাবাও এখানে খেলেছেন, আমি সত্যি খুব আনন্দিত এখান থেকে দেশকে উপস্থাপন করতে পারছি। আশা করছি তিন ফরম্যাটেই দলের হয়ে অবদান রাখতে পারবো।'