ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করবে ভারতকে!

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে দাপট দেখালেও টেস্ট সিরিজে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারছেনা ভিরাট কোহলির টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচ সিরিজে ইতিমধ্যে ২-০ তে পিছিয়ে আছে তারা।
আর সিরিজের তৃতীয় টেস্টের জন্য এখনও নিশ্চিত নন অধিনায়ক ভিরাট কোহলি। সিরিজে ফিরতে হলে পুরো দলকেই নিজেদের সেরাটা দিতে হবে। নাহলে তৃতীয় টেস্টেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে দলটির।
কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে পারে ভারত। বর্তমানে তাদের পারফর্মেন্স শঙ্কায় ফেলেছে সাবেক এই ব্যাটসম্যানকে। ভারতীয় টিভি চ্যানেলে এক টকশোতে তিনি জানিয়েছেন,

ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে ভারতীয় দলের পারফর্মেন্স দেখার পর সবাই আশা করেছিল টেস্ট সিরিজে ভালো করবে ভারত। কিন্তু লর্ডসে ভারতীয় দলের পারফর্মেন্সে হতাশ হয়ে গাঙ্গুলী বলেন,
‘তারা যদি এভাবেই খেলতে থাকে তাহলে আমি নিশ্চিত ৫-০ ব্যবধানে সিরিজ হেরে যাবে। অথচ টি-টোয়েন্টি সিরিজের পর আমরা সবাই ভেবেছিলাম এবারের টেস্ট সিরিজে ভালো করবে ভারত।
এমনকি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতার পরেও ভেবেছিলাম ঘরের বাইরে বারবার হেরে যাওয়ার ধারা হয়তো শেষ হতে যাচ্ছে। কিন্তু লর্ডস টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের পর খুবই খারাপ লাগছে।’
এদিকে লর্ডস টেস্টের পর ঘুরে দাঁড়াতে হলে নিজেদের সেরাটা দিতে হবে ভারতকে এমনটাও জানান সাবেক এই ভারতীয় দলপতি। কিন্তু প্রথম দুই টেস্টে দলের কাছে আশানুরূপ পারফর্মেন্স পাননি তিনি বলেও জানান গাঙ্গুলী। তিনি আরও বলেন,
‘এমন অনেক ক্রিকেটার আছে যারা নিজেদের পুরো ক্যারিয়ারেই লর্ডসে খেলার সুযোগ পায় না। সেখানে ভারতীয় ক্রিকেট দল ৮০ ওভারের মধ্যে ২ বার অলআউট হয়ে গেল।
হার-জিত খেলারই অংশ। কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতা তো থাকতে হবে। প্রথম দুই ম্যাচে ভারতের খেলায় আমি সেটার ছিটেফোঁটাও দেখিনি।’