মুক্ত বেন স্টোকস

ছবি: বেন স্টোকস

২৫ সেপ্টেম্বর থেকে ১৪ আগস্ট, জীবনের এই এগারো মাস হয়তো কোনদিন ভুলতে পারবেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় উত্থান পতন এই সময়টুকুতেই পার করেছেন তিনি।
হারিয়েছেন দল থেকে জায়গা, সঙ্গে হারাতে হয়েছে স্পন্সর সহ নানান সুবিধা। এরপর ফিরেছেন দলে প্রমাণ করেছেন নিজেকে আবারো। আর মঙ্গলবার ১১ মাসের সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পেলেন স্টোকস।
২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবে মারামারি করার অভিযোগ ওঠে তার উপর। যে ঘটনার জের ধরে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে আদালতেও যেতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

কিন্তু মঙ্গলবার তাকে নির্দোষ বলে রায় দিয়েছেন ব্রিস্টল ক্রাউন আদালত। ৬ জন করে পুরুষ ও নারী দলের বিচারিক আদালতের রায় জানানোর মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্টোকসের স্ত্রী ক্লেয়ার।
ইংলিশ তারকার এজেন্ট নেইল ফেয়ারব্রাদারও সেই সময় কান্নায় ভেঙ্গে পড়েন। আর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্টোকস সেসময় চোখ বন্ধ করে ছিলেন। কোন প্রকার আনন্দ দেখা যায়নি তার চেহারায়।
তারপর বাদি পক্ষের আলীর সঙ্গে হাত বাড়িয়ে কৌশল বিনিময় করে আদালত থেকে বের হয়ে যান তিনি। ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে খেললেও দ্বিতীয়টিতে ট্রায়ালের কারণে ছিলেন না স্টোকস।
এই বিচারিক কার্যক্রমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। কয়েকবার ঘুষি মারার কথা স্বীকার করলেও তার দাবি, আত্মরক্ষার জন্যই মারামারি করতে বাধ্য হয়েছিলেন তিনি।