ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন কোহলি

ছবি: ভিরাট কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ১৫৯ রানের পরাজয়ে ভারতীয় দলের ভুল স্বীকার করে নিয়েছেন দলের অধিনায়ক ভিরাট কোহলি। ভারতকে আরও ভালো খেলা উচিৎ ছিল বলে মনে করছেন বিশ্ব সেরা এই ক্রিকেটার।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে একদিন পর খেলা শুরু হলে প্রথম দিনেই জিমি অ্যান্ডারসনের বোলিং জাদুতে ১০৭ রানে আটকে যায় ভারত। ব্যাটসম্যানদের কাছে এমন পারফর্মেন্স একদমই আশা করেননি অধিনায়ক কোহলি।
পাশাপাশি বোলাররাও তেমন একটা সুবিধা করতে পারেননি। দল হিসেবে ভালো করেনি ভারত। তাই সম্পূর্ণ ভুল নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। তাঁর মতে, দেশের হয়ে খেলা অনেক বড় দায়িত্ব এবং তাদের এই দায়িত্ব আরও ভালোভাবে পালন করা উচিত।

তবে আগামীতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো ক্রিকেট উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ব সেরা এই ব্যাটসম্যান। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,
'দেশের হয়ে খেলা এটা আমাদের কাজ এবং দায়িত্ব। আমাদের এর থেকেও ভালো করা উচিত। আপনি যদি তা গ্রহণ না করেন তাহলে উন্নতি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমরা যে ভুল করেছি তা স্বীকার করতে হবে এবং সেগুলোর পুনরাবৃত্তি করা যাবে না।'
ব্যর্থতা স্বীকারের পাশাপাশি জয়ের কৃতিত্বটা জো রুটদেরই দিয়েছেন কোহলি। ইংল্যান্ড তিন বিভাগেই তাদের পারদর্শিতা দেখিয়েছেন। তাই জয়টা তাদেরই প্রাপ্য ছিল বলে বিশ্বাস করছেন ভারতীয় অধিনায়ক।
'ইংল্যান্ডকে কৃতিত্বটা দিতেই হবে। তারা ব্যাট, বল এবং ফিল্ড তিন বিভাগেই অনেক পরিণত ছিল। জয়টা তাদেরই প্রাপ্য এবং পরাজয়টা আমাদের।'