নিজের পায়ে কুড়াল মারলেন পাকিস্তানি ক্রিকেটার

ছবি: শাহজাইব হাসান

গতবছর পাকিস্তান সুপারলীগের (পিসিএল) আসরে করাচী কিংসের হয়ে খেলার সময় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন পাকিস্তানি ক্রিকেটার শাহজাইব হাসান।
পরবর্তীতে তাঁকে পিসিবির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানা করে। শাহজাইব পিসিবির কোড অফ কন্ডাক্টের ৩ টি ধারা লঙ্গন করেছে বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন শাহজাইব। ১ বছরের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে থাকা এই ক্রিকেটার তাঁর জরিমানার বিরুদ্ধে আপিল করেছেন। আর সেটাই মূলত কাল হয়ে দাঁড়িয়েছে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য।

আপিলের পর বিচারক কমিটি তাঁর নিষেধাজ্ঞা চার বছর বৃদ্ধি করার সাথে জরিমানাও বহাল রাখে। এই প্রসঙ্গে পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জুল রিজভি শুক্রবার লাহোরের পূর্বাঞ্চলীয় একটি শহরে সাংবাদিকদের বলেন,
আমাদের উচিৎ ছিল শাহজাইব হাসানকে এক বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ করা কারণ তিনি তিনটি ধারা লঙ্ঘন করেছেন। আজ আমাদের সেই অবস্থান গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য দেশের হয়ে ৩ ওয়ানডে এবং ১০ টি টি- টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ২০১০ সালে একদিনের আন্তর্জাতিক এবং টি- টুয়েন্টি ফরম্যাটে সর্বশেষ পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।